1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে সমুদ্রে গোসল করতে নেমে এক পর্যটকের মৃত্যু, নিখোঁজ-২ নিরাপদ সড়ক চাই এই স্লোগানে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান ‎ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বৃক্ষরোপণ কাজে ১০৫ জন শ্রমিক যাচ্ছেন, EB-3 এবং H-2A ক্যাটাগরিতে ভিসা অনুমোদন উখিয়ার নুরুল আলম মেম্বার সফল জন প্রতিনিধি:বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত আহলে বায়াত কে পরিপূর্ণ ভালোবাসাই হচ্ছে সত্যি কারের মুসলমানের মাফকাটি,মাওলানা হাফেজ বেলাল উদ্দিন সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে ইনানীর উপকূলে জেলে নিখোঁজ আবুল খায়ের টোব্যাকো’র ঈদগাঁও এজেন্ট আবুল হোসেন’র ব্যবসায়িক সফলতা অর্জন কক্সবাজার কারাগারে ‘মধুমাস’ উদযাপন, মৌসুমি ফল পেয়ে উচ্ছ্বসিত বন্দিরা! উখিয়ায় প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে চিরচেনা গরু-মহিষ,লাঙ্গল-জোয়ালের ‘হালচাষ’ উখিয়ায় প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে চিরচেনা গরু-মহিষ,লাঙ্গল-জোয়ালের ‘হালচাষ’

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ভারী যানচলাচল:যত্রতত্র ঘটছে দুর্ঘটনা!

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ৭৩ বার পড়া হয়েছে

আবু তাহের আজাদ, উখিয়া

উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরীণ সড়কে ভারি যানবাহন চলাচলের কারণে যত্রতত্র ঘটছে দুর্ঘটনা।এসব দুর্ঘটনায় বহু প্রাণহানীর ঘটনা ঘটেছে।আহত হয়েছে অনেকেই।প্রাণহানীর ঘটনায় অধিকাংশ শিশু আর বৃদ্ধ।
ক্যাম্প অভ্যন্তরে বেশীর ভাগী গাড়ী এনজিও মালবাহী ও এনজিওকর্মী বাহী গাড়ী।এনজিও সংস্থার সাইট নির্মাণ কাজে ব্যবহৃত বাঁশের ট্রাক গাড়ি সবচেয়ে বেশী ঝুকিপূর্ণ মাল বোঝায় করে ডুকে পড়ছে ক্যাম্পে।ক্যাম্পে প্রবেশের সময় আর্মড পুলিশ ব্যাটালিয়ান( ১৪ এপিবিএন)’র চেকপোস্টে সিএনজি মিনিটম, ডাম্প ট্রাক প্রবেশের সময় প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।অথচ কাগজপত্র ছাড়াও বিভিন্ন প্রকার গাড়ী প্রবেশ বিধিনিষেধ নেই,তা নিয়ে সন্দেহ রয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে যাতায়াত ব্যবস্থায় তেমন কোন নিরাপত্তা নেই। রাস্তার দু”পাশে রোহিঙ্গা বসতি নির্মাণ করায় অ”নিরাপদ ভাবে তারা বসবাস করছে বলে জানান, বসবাসরত কিছু রোহিঙ্গা শরণার্থী। ক্যাম্পে বসবাসরত বসতি রাস্তার পাশে হওয়ায় শিশুরা রাস্তার পাশে খেলতে আসে। এ নিয়ে প্রায় সময় মা-বাবা দুশ্চিন্তায় থাকেন বছরে বেশ কয়েকটি দুর্ঘটনা সংঘটিত হয়েছে।
নিরাপদ পরিবহনের জন্য প্রশস্থ রাস্তার প্রয়োজন।কিন্তু দু’পাশে রোহিঙ্গার বসতি থাকায় সংকুচিত সড়কে ভারী গাড়ী চলাচলের কারণেই দুর্ঘটনার ঝুঁকি বেশী।
এ বিষয়ে কুতুপালং রেজিস্ট্রার্ড শরনার্থী ক্যাম্পের রোহিঙ্গা তরুণ ইউনুস আরমান জানান,কুতুপালং তথা বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে ভারি যানচলাচল বন্ধ করা জরুরি। বেপরোয়া ড্রাইভিং, অদক্ষ চালক দ্বারা অনেক সময় বড় ধরনের দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে পথ-শিশু সহ বয়োবৃদ্ধ রোহিঙ্গারা।কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বহু দুর্ঘটনা ঘটেছে বলে জানান সে।

এই ব্যাপারে রাজাপালং ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, ক্যাম্পে ভারি যানচলাচল বন্ধ করা জরুরি।দুইপাশে রোহিঙ্গাদের বস্তি থাকায় রাস্তার প্রশস্থ ক্ষুদ্র হোয়ায় দুর্ঘটনার শংকা রয়েছে।

এ বিষয়ে ১৪ এপিবিএন’র সহ-অধিনায়ক (পুলিশ সুপার) সুদীপ্ত রায় বলেন, বাঁশ ভর্তি কোন ট্রাক ক্যাম্পে প্রবেশ করলে অনুমতি প্রয়োজন হয়। অনুমতিবিহীন কোন ট্রাক ক্যাম্পে ঢুকলে আমরা আইনগত ব্যবস্থাগ্রহণ করবো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট