হেলাল উদ্দিন উখিয়াঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে তিনি উখিয়া উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা'র কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় কক্সবাজার জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ,
উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, সাধারণ সম্পাদক সোলতান মাহমুদ চৌধুরী ও টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড. হাসান সিদ্দিকী, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সঙ্গে উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র জমা শেষে সংবাদিকদের সাথে উখিয়া প্রেসক্লাবে মতবিনিময় করেন আলহাজ্ব শাহজাহান চৌধুরী, তিনি বলেন জুলাই শহীদদের আত্মত্যাগের আদর্শ ধারণ করেই আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নির্বাচনে অংশগ্রহণ করছি। এই নির্বাচনের জন্য বহু মানুষ জীবন দিয়েছে,গুম হয়েছে,হাজার হাজার ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেছে। জনগণের অধিকার ও ন্যায়ভিত্তিক দেশ গড়ার জন্য বিএনপি বদ্ধপরিকর। তাই সকলের অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি। তিনি আরো বলেন, গত ১৬ বছর স্বৈরাচার সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জনগণকে ভোট থেকে বিমুখ করেছে আমরা আশা করব আগামী ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ উৎসাহ উদ্দীপণা নিয়ে বাধাহীন ভোট প্রদান করবে। এই নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র, সুশাসন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সাংবাদিকদের সত্য প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে চাই আমরা। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে, সবাই সুশৃংখল ও আচরণ বিধি মেনে নির্বাচনী প্রচারণা করার নির্দেশ দেন। তিনি সাংবাদিকদের সব সময় ন্যায় ও সত্যের লিখে যাওয়ার আহ্বান জানান।