
নিজস্ব প্রতিবেদক :
গতকাল একটি অনলাইন পোর্টালে প্রকাশিত
“রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: আবছার ও থাইংখালীর ওসমানের ইয়াবা নেটওয়ার্ক”
শীর্ষক সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে।
উক্ত সংবাদে আমার নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে আমাকে ইয়াবা পাচার, মাদক সিন্ডিকেট পরিচালনা এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আমি দ্ব্যর্থহীনভাবে জানাতে চাই যে, আমি কখনোই ইয়াবা বা কোনো ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম না। একটি কুচক্রী মহল ব্যক্তিগত ও ব্যবসায়িক শত্রুতার জেরে আমার সামাজিক সম্মান ও সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অপপ্রচার চালিয়ে আসছে।
দুঃখজনকভাবে যাচাই-বাছাই ছাড়াই সেই অপপ্রচার সংবাদ আকারে প্রকাশ করা হয়েছে।
অতএব, সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের নিকট আমার জোর দাবি—
অবিলম্বে উক্ত মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রত্যাহার করতে হবে,
ভবিষ্যতে যথাযথ যাচাই ছাড়া আমার বিরুদ্ধে কোনো মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ থেকে বিরত থাকতে হবে।
প্রতিবাদকারী
মোহাম্মদ ওসমান
ধামনখালী, পালংখালী
উখিয়া, কক্সবাজার