নিজস্ব প্রতিবেদক :
পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা স্মারক প্রদান করেছে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরাম।
মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, সংগঠনের নেতৃবৃন্দ এ সম্মাননা তুলে দেন।
এ সময় বক্তারা বলেন, স্থানীয় সরকার ব্যবস্থায় তার অসামান্য কর্মদক্ষতা, নেতৃত্ব ও উন্নয়ন-দৃষ্টিভঙ্গি তাকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতির যোগ্য করে তুলেছে।
সম্মাননা গ্রহণ করে এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন,
আমি এই সম্মাননা প্রাপ্তিকে জনগণের প্রতি আমার দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেয় বলে মনে করি। বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার অঙ্গীকার করছি। আমি বিশেষভাবে কৃতজ্ঞ সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের নেতৃবৃন্দের প্রতি, তাঁরা আমার কাজকে মূল্যায়ন করে যে সম্মাননা দিয়েছেন, তা আমাকে আগামী দিনের উন্নয়নচিন্তা আরও বেগবান করতে অনুপ্রাণিত করবে।
পালংখালী ইউনিয়নের জনগণের প্রতি আমার কৃতজ্ঞতা অপরিসীম, তাদের ভালোবাসা, আস্থা এবং সমর্থনই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। সকলের দোয়া ও সহযোগিতা নিয়ে আমি দেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও জনবান্ধব করতে কাজ করে যাব।