নিজস্ব প্রতিবেদক :
পালংখালী বাজার ব্যবসায়ী সমিতি ৫ আগস্টের পর থেকে কার্যক্রম বন্ধ রয়েছে। জানা গেছে, সমিতির সভাপতি রাজনৈতিক কারণে পলাতক রয়েছেন। সাধারণ সম্পাদক থাকলেও কার্যক্রম পরিচালনা করছেন না।
স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, সমিতির কার্যক্রম বন্ধ থাকায় বাজারে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ হচ্ছে এবং কোনো উন্নয়ন হচ্ছে না। ব্যবসায়ীরা দাবি করেছেন, দ্রুত এডহক কমিটি গঠন করে নতুন নির্বাচন আয়োজন করা উচিত।
পালংখালী বাজার সমিতির সাধারণ সম্পাদক জানান, “৫ আগস্টের পর থেকে সভাপতি পলাতক রয়েছেন। তবে আমরা এডহক কমিটি ও নির্বাচন আয়োজনের জন্য কাজ করে যাচ্ছি।”
একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, সভাপতির অনুপস্থিতি ও সাধারণ সম্পাদকের নিষ্ক্রিয়তায় বাজার সমিতি কার্যত অকার্যকর হয়ে পড়েছে।
তারা আশ্বাস দিয়েছেন, নতুন নির্বাচন আয়োজন হলে বাজারের স্বাভাবিক কার্যক্রম পুনরায় সচল করা সম্ভব হবে।
ব্যবসায়ীরা নির্বাচনের আগে নিজেদের ভোটাধিকার প্রয়োগেরও আহ্বান জানিয়েছেন।