নিজস্ব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন’কে সামনে রেখে সারাদেশের ন্যায় কক্সবাজার-৪(উখিয়া-টেকনাফ)
আসনে বিএনপি’র দলীয় প্রতীক ধানের শীষ এবং সাবেক সাংসদ ও হুইপ আলহাজ্ব শাহজাহান চৌধুরীর পক্ষে ঘরে-ঘরে ব্যাপক গণসংযোগ এবং গণপ্রচারণা চলছে।তারই ধারাবাহিকতায় উখিয়ার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডে গণসংযোগ ও গণপ্রচারণা অব্যাহত রয়েছে।পালংখালী ইউপি’র ১নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলম সওদাগর,ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফোরকান চৌধুরী,উপজেলা যুবদল নেতা জাফর ইকবাল,ইউনিয়ন কৃষকদলের আহবায়ক রোশন আলী ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মনু’র নেতৃত্বে ওয়ার্ডব্যাপী গণপ্রচারণা ও গণসংযোগ চলছে বৃহত্তর বালুখালী এলাকায়।গতকাল ২২ সেপ্টেম্বর দিনব্যাপী গণকর্মসূচীতে ১নং ওয়ার্ডের পানবাজার,জুমেরছড়া,উখিয়ার ঘাট কাস্টমস, ঘাটিরবিল,ঘোনার পাড়া,কুলাল পাড়া ও তেলীপাড়ায় প্রতি ঘরে-ঘরে গিয়ে ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করা হয়।
এ সময় স্থানীয় বিএনপি নেতা সিরাজুল হক,ভুলু ড্রাইভার, যুবদল নেতা নুরুল আলম,বেলাল হোসেন,মামুন চৌধুরী,ছাত্রদল নেতা রুবেল সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা গণসংযোগ ও
গণপ্রচারণায় অংশ নেন।