1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ চারজন আটক করেছে উখিয়া থানা পুলিশ সফল জনপ্রতিনিধি নুরুল আলম সওদাগর বালুখালী বাসীর আস্থা ও ভরসার ঠিকানা বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উজ্জ্বল উখিয়ার তিন প্রতিভাবান শিক্ষার্থী কক্সবাজারে যুবলীগ নেত্রী সেফালীর প্রভাবশালী দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ পালংখালী ইউনিয়ন শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন কক্সবাজার জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিকু বড়ুয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন তৈয়বা উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার , রয়েছে ধরাছোঁয়ার বাইরে

কক্সবাজার জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিকু বড়ুয়া

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

 

প্রসেনজিত বড়ুয়া,

উখিয়া সোনারপাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (কম্পিউটার শিক্ষা) মিকু বড়ুয়া বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন কক্সবাজার জেলা কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে।

সম্প্রতি কক্সবাজার জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাদের উপস্থিতিতে এই নির্বাচনী অধিবেশন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সর্বসম্মতিক্রমে মিকু বড়ুয়াকে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সংগঠনের নেতৃবৃন্দ জানিয়েছেন, তার শিক্ষাদীক্ষা, সততা, সংগঠনের প্রতি নিষ্ঠা এবং শিক্ষকদের স্বার্থ রক্ষায় দীর্ঘদিনের সক্রিয় ভূমিকার কারণে তিনি এই পদে নির্বাচিত হয়েছেন।

মিকু বড়ুয়া নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় বলেন, “এই দায়িত্ব আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি আমার কাঁধে আরও বড় দায়িত্বও দিয়েছে। শিক্ষক সমাজের অধিকার রক্ষা, শিক্ষকদের পেশাগত উন্নয়ন এবং আধুনিক তথ্যপ্রযুক্তিভিত্তিক শিক্ষা বিস্তারে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব। সংগঠনের ঐক্য ও সেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে আমি সর্বদা পাশে থাকব।”

তার এই অর্জনে সোনারপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ উখিয়া-টেকনাফের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় শিক্ষানুরাগী ও অভিভাবকরা মনে করছেন, এ পদে থেকে মিকু বড়ুয়া জেলার মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষক সমাজের কল্যাণ ও শিক্ষার্থীদের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

অন্যদিকে সংগঠনের কক্সবাজার জেলা নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, নতুন কমিটির কার্যকর ভূমিকার মধ্য দিয়ে জেলার মাদ্রাসা শিক্ষকদের নানান সমস্যা সমাধান ও শিক্ষা খাতকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট