1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার—মালিক ফারুক ও মিজান সোশ্যাল মিডিয়ার ২২ হাজার গায়েবের তথ্য ভিত্তিহীন উখিয়ার ধামনখালীতে ৫০ হাজার ইয়াবা ছিনতাই—ছৈয়দুল হক ও হেলালের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা চেয়ারম্যান এম,গফুর উদ্দিন চৌধুরী’কে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের সম্মাননা স্মারক প্রদান পালংখালী বাজার ব্যবসায়ী সমিতির কার্যক্রম বন্ধ, ব্যবসায়ীদের দাবি দ্রুত নির্বাচন কক্সবাজারে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাইক্ষ্যংছড়িতে ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা শুরু কুতুপালং বাজারে স্বর্ণ-বন্ধক জালিয়াতির অভিযোগে সমিতির তীব্র প্রতিবাদ পালংখালীতে বর্মায়া মোজাম্মেল–খালেদ চক্রের রমরমা ইয়াবা ব্যবসা, এলাকায় চরম উৎকণ্ঠা কুতুপালং বাজার সমিতির নির্বাচনে ভোটারদের আনারস বিতরণ করে আলোচনায় প্রার্থী মোহাম্মদ আলী

সীমান্তে ৫৬ দিনে ১৮ লাখের বেশি ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করলো বিজিবি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

মোঃ শহিদ,

বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাইংক্ষছড়ি ও কক্সবাজার সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার রিজিওনের পরিচালিত ৫৬ দিনের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, বিদেশি ও দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। ১৪ জুলাই থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত এ অভিযানটি পরিচালনা করেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) কর্নেল মাফিজুর রহমান, পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান মাত্র ৫৬ দিনে কক্সবাজার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রিজিয়ন কর্তৃক পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে মোট ১৮ লাখ ৮৩ হাজার ২৪৪ পিস ইয়াবা, ০.৩৮ কেজি ক্রিস্টাল মেথ আইস, ১৮৬ ক্যান বিয়ার, ১৭০.৫ লিটার বাংলা মদ, ২.৫২৪ কেজি গাঁজা ও ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। জব্দকৃত মাদকের বাজারমূল্য প্রায় ৫৬ লাখ ৩০ হাজার ৯১৮ টাকা।

সেইসাথে অভিযানে দেশীয় এক নলা বন্দুক ৬টি, দুই নলা বন্দুক ১টি, বিদেশী রিভলবার ১টি, বিদেশী অস্ত্র (UZI) ১টি, গাদা বন্দুক (লং ব্যারেল) ১টি, এলজি গান ৩টি, পিস্তুল ওয়ান শুটার ১টি, বিদেশী পিস্তল ২টি, একে ৪৭ ১টি, এসএলআর ১টি, এ-৩ রাইফেল ২টি, MA-1(Verient MK2) ১টি, LM-১৬ ১টি, আর্জেস হ্যান্ড গ্রেনেড ৪টি, গুলি ১১৯ রাউন্ড, বন্দুকের ছড়া গুলি ৩ রাউন্ড, ০৯ মি:মি: পিস্তলের গুলি ৫ রাউন্ড, জি-৩ রাইফেল এর গুলি ১৯ রাউন্ড, এ-৩ গুলি ১৯৯ রাউন্ড, MA-১ গুলি ১২০ রাউন্ড এবং LM-১৬ গুলি ১৮৮ রাউন্ড খালি ম্যাগাজিন ১১টি, খালি খোসা ৬ টিসহ ৫ জন আসামী আটক করা হয়। আটককৃত অস্ত্র গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য-২২ লক্ষ্য ৩৭ হাজার ২২০ টাকা বলে বিজিবি জানিয়েছে।

বিজিবি জানিয়েছে, নিয়মিত টহল ও চেকপোস্টের পাশাপাশি সীমান্ত এলাকায় ১৪০টি বিশেষ অভিযান এবং ১৭৪টি মাদকবিরোধী সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।

এই বিষয়ে বিজিবি কক্সবাজার রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (অপারেশন) কর্নেল মাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবি সবসময় সর্বোচ্চ তৎপর রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে এ যুদ্ধে জয়ী হতে চাই। মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।

এদিকে রামু সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মহিউদ্দিন আহমেদ বলেন, মাদক একটি জাতীয় সমস্যা। আমার সীমান্ত এলাকায় বিজিবির এই তৎপরতায় মাদক কারবারিরা চাপে পড়েছে। দেশের যুব সমাজকে রক্ষায় বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট