শ.ম.গফুর:
উখিয়ার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের শিয়ালিয়া পাড়ায় মিয়ানমারের আরাকান আর্মি'র ছোড়া গুলি এসে পড়েছে একটি ঘরে।এতে ওই ঘরের টিনের চালা ভেদ করে গুলিটি জানালায় পড়ে। এতে ওই ঘরের জানালার কাচের গ্লাস ভেঙ্গে ক্ষত চিহ্ন দেখা দেয় এবং ওয়ারড্রবের অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত হয়।৫ সেপ্টেম্বর(শুক্রবার) সকাল সাড়ে ৮ টার দিকে শিয়ালিয়া পাড়ার আবুল কালামের বাড়িতে এ ঘটনা ঘটে।পালংখালী ইউপির গ্রাম পুলিশ গিয়াস উদ্দিন জানান,
শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ব্যবসায়ী আবুল কালামের শিয়ালিয়া পাড়াস্থ ঘরে একটি তাজা গুলি এসে বিস্ফোরিত হয়েছে।এটির ছবি সংরক্ষণে আছে।পালংখালী ইউপি'র চেয়ারম্যান এম.গফুর উদ্দিন চৌধুরী বলেন,মিয়ানমার থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশের শিয়ালিয়া পাড়ায় এক বসতঘরে পড়েছে বলে গ্রাম পুলিশ মারফত খবর পেয়েছি এবং ছবি পাঠিয়েছে।ছোড়ে আসা গুলিটি উখিয়া ব্যাটালিয়ন(৬৪বিজিবি)'র বালুখালী বিওপিতে জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, আবুল কালাম।
এ বিষয়ে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি'র বক্তব্য নেওয়ার চেষ্টা করেও কোন মন্তব্য মিলেনি।