নিজস্ব প্রতিবেদক:
সীমান্ত লেখক ফোরামের(উখিয়া-নাইক্ষ্যংছড়ি) সহযোগী সদস্য, উখিয়ার তরুণ সংবাদকর্মী মো.আমিন উল্লাহ'র ঝুলন্ত মরদেহ কক্সবাজারের সমুদ্রসৈকতের শৈবাল বীচ পয়েন্ট এলাকা থেকে উদ্ধার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।তার মৃত্যু রহস্যজনক।তাকে পরিকল্পিত ভাবে শ্বাসরোধ করে হত্যা করে রশি পেঁছিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে,যাতে আত্মহত্যা করেছে মর্মে প্রচার পায়।এটি হত্যাকারীদের কৌশল হতে পারে।আমিন উল্লাহ পরিকল্পিত হত্যার শিকার কিনা? দ্রুত সময়ে আসল রহস্য উম্মোচন করা হোক।হত্যার ঘটায় জড়িত খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। প্রশাসন'কে নিরপেক্ষ তদন্তের আহবান জানিয়েছেন সীমান্ত লেখক ফোরামের নেতৃবৃন্দরা, এমন বিবৃতি দিয়েছেন যথাক্রমে শ.ম.গফুর,আবদূর রশিদ, মাহমুদুল হাসান, মোহাম্মদ শহিদ,আজিজুল হক রানা,সহযোগী সদস্য এম.এ রহমান সীমান্ত সেলিম উদ্দিন সেলিম, আবু তাহের আজাদ সহ সংশ্লিষ্ট সদস্যরা।