1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ চারজন আটক করেছে উখিয়া থানা পুলিশ সফল জনপ্রতিনিধি নুরুল আলম সওদাগর বালুখালী বাসীর আস্থা ও ভরসার ঠিকানা বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উজ্জ্বল উখিয়ার তিন প্রতিভাবান শিক্ষার্থী কক্সবাজারে যুবলীগ নেত্রী সেফালীর প্রভাবশালী দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ পালংখালী ইউনিয়ন শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন কক্সবাজার জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিকু বড়ুয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন তৈয়বা উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার , রয়েছে ধরাছোঁয়ার বাইরে

উখিয়ায় মাদকচক্রের বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন,কারবারি কতৃক সাংবাদিকের ওপর প্রাণঘাতী সন্ত্রাসী হামলা

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৪০ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজারে ইয়াবা, মদ,গাঁজা বিক্রির ভিডিও ধারণ করায় দৈনিক গণসংযোগ পত্রিকা ও সিবিএন মাল্টিমিডিয়ার উখিয়া প্রতিনিধি জালাল উদ্দীনের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়েছে চিহ্নিত মাদক কারবারিরা। গত সোমবার (৯ আগস্ট) বিকাল ৫টায় মরিচ্যা কাচাঁ বাজারে হামলার ঘটনা ঘটে। ঘটনার একদিন পরে সাংবাদিক বাদী হয়ে উখিয়া থানায় ৮জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার মরিচ্যা বাজারের একাধিক দোকানে প্রকাশ্যে বিক্রি হচ্ছে ইয়াবা, মদ ও গাঁজা। গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগ থাকা আব্দুল রহিম ওরফে (টনাইয়া) এবং চিহ্নিত মাদক কারবারি সোনা আলমের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এ মাদক ব্যবসা।

গোপন সংবাদের ভিত্তিতে গণমাধ্যমকর্মীরা অনুসন্ধানে গিয়ে গোপনে মাদক বিক্রির দৃশ্যের ভিডিও ধারণ করেন।মাদক বিক্রির ভিডিওর সত্যতা নিশ্চিত হওয়ায় কারবারিরা পিছন থেকে এসে একজন সাংবাদিককে অপহরণ করে অন্যস্থানে নিয়ে যায় আর দুইজন কৌশলে পালিয়ে যাই, সাংবাদিকের কাছে থাকা মোবাইল, ক্যামেরাসহ সংবাদ সংগ্রহের সব সরঞ্জাম ছিনিয়ে নিয়ে মারধর করে গুরুতর আহত করে কারবারিরা

এছাড়াও,উদ্ধারকৃত গাজাঁ নিজের বলে ভিডিওর মাধ্যমে জনসম্মুখে স্বীকারোক্তি না দিলে লাশ গুম করার হুমকি দেওয়া হয়। পরে মাদককারবারিরা জোর করে ভিডিও ধারণ করে সাংবাদিককে গাঁজা বিক্রেতা সাজিয়ে ফেসবুকের বিভিন্ন ফেইক আইডিতে ছড়িয়ে দেয়। তবে পরে আসল ভিডিও ফাঁস হলে বিষয়টি পরিষ্কার হয় এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসে।

ঘটনার পর আহত সাংবাদিক ৮ জনকে আসামি করে মোট ২১ জনের বিরুদ্ধে উখিয়া থানায় মামলা দায়ের করেছেন। কিন্তু মামলা তুলে নিতে মাদক চক্র থেকে নিয়মিত হুমকি পাচ্ছেন তিনি। এ ঘটনায় সাংবাদিক সমাজসহ সচেতন মহলে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে, দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সচেতন মহল।

মামলার আসামিরা হলেন, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের চিহ্নিত মাদক কারবারি আব্দুর রহিম প্রকাশ (টনাইয়া), জাহাঙ্গীর আলম প্রকাশ (সোনা আলম), কপিল উদ্দিন, মরিচ্যার আব্দুল রহমান প্রকাশ (বইদ্দা) রমিজ মিস্তি হোছন সহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত সহ ২১ জন বিরুদ্ধে মামলা দায়ের করেন

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসেন বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। দ্রুতই অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট