মোঃ শহিদ,
কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের লম্বরী পাড়া এলাকায় রেজু মোহনায় মাছ ধরতে গিয়ে মো. হাসেম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার আবদুল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে মাছ ধরার এক পর্যায়ে তিনি পানিতে ডুবে মারা যান। ঘটনাস্থলে উপস্থিত তার চাচা-সম্পর্কিত আবুল হাছিম (৫২) এ দৃশ্য দেখে অজ্ঞান হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ অরজিন হাসপাতালে নিয়ে গেলে তার জ্ঞান ফিরে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন বলেন, সকালে মাছ ধরার সময় পানিতে ডুবে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
হাসেমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা জানান, তিনি সৎ ও পরিশ্রমী মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন।