নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রূপম বড়ুয়া-এর অবসর উপলক্ষে এক আবেগঘন বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ আগস্ট) সকালে উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মাওলানা হারুন উর রশীদ নূরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের প্রতিষ্ঠাতা ও কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ফজল করিম এবং উখিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোক্তার আহমেদ।
বক্তারা বলেন, রূপম বড়ুয়া শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে আজীবন কাজ করে গেছেন। তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। শেষে সহকর্মীরা তাকে সম্মাননা স্মারক ও উপহার প্রদান করেন।