মোঃ শহিদ,
রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রম বাস্তবায়নের অংশ হিসেবে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অবস্থিত দুটি ট্রানজিট ক্যাম্প সরেজমিন পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে তিনি এক উচ্চপর্যায়ের সরকারি প্রতিনিধি দলের নেতৃত্বে ক্যাম্প দুটি পরিদর্শনে আসেন। সচিবের সঙ্গে প্রতিনিধি দলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান, পরিচালক সুজন দেবনাথ এবং ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের (RRRC) কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ মিজানুর রহমান।
প্রতিনিধি দলটি প্রথমে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) আওতাধীন ঘুমধুম বিওপি সংলগ্ন ট্রানজিট ক্যাম্প এবং তার আশপাশের এলাকা ঘুরে দেখেন। সেখানে তাঁরা দুপুর দেড়টা থেকে ২টা পর্যন্ত অবস্থান করেন। এরপর তাঁরা সীমান্ত সড়ক হয়ে ঘুমধুম ইউনিয়নের পাহাড়পাড়া এলাকায় অবস্থিত অপর একটি ট্রানজিট ক্যাম্পে যান।
পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি দুপুর ২টায় উখিয়ার টিভি টাওয়ার হয়ে ক্যাম্পের উদ্দেশ্য রওনা করেন।
প্রতিনিধি দলের এই পরিদর্শন রোহিঙ্গা প্রত্যাবাসনের বাস্তব প্রস্তুতি ও কাঠামোগত অগ্রগতির ওপর সরকারের আন্তরিক নজরদারিরই প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।