1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ চারজন আটক করেছে উখিয়া থানা পুলিশ সফল জনপ্রতিনিধি নুরুল আলম সওদাগর বালুখালী বাসীর আস্থা ও ভরসার ঠিকানা বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উজ্জ্বল উখিয়ার তিন প্রতিভাবান শিক্ষার্থী কক্সবাজারে যুবলীগ নেত্রী সেফালীর প্রভাবশালী দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ পালংখালী ইউনিয়ন শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন কক্সবাজার জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিকু বড়ুয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন তৈয়বা উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার , রয়েছে ধরাছোঁয়ার বাইরে

রোহিঙ্গা প্রত্যাবাসন প্রস্তুতি সরেজমিন পরিদর্শনে পররাষ্ট্র সচিব

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৯ বার পড়া হয়েছে

মোঃ শহিদ,

রোহিঙ্গা প্রত্যাবাসন কার্যক্রমের অগ্রগতি ও বাস্তবায়নযোগ্যতা মূল্যায়নে উখিয়া ও নাইক্ষ্যংছড়ি এলাকার বিভিন্ন ক্যাম্প ও ট্রানজিট স্থাপনাসমূহ সরেজমিনে পরিদর্শন করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত দীর্ঘ সময়জুড়ে এসব এলাকা পরিদর্শন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আসাদ আলম সিয়াম এর নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলে ছিলেন- পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার উইংয়ের মহাপরিচালক মোঃ কামরুজ্জামান, একই উইংয়ের পরিচালক সুজন দেবনাথ এবং ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ মিজানুর রহমান।

প্রতিনিধি দলটি সকাল ১০টায় প্রথমে ক্যাম্প-৪ এক্স-এর সি-৩ ব্লকে যান। এখানে জাতিসংঘের অর্থায়নে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পরিচালিত এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে অবহিত হন তাঁরা। এরপর সকাল ১০টা ৩৫ মিনিটে ক্যাম্প-২০ এক্স-এর এম-৩১ ব্লকে অবস্থিত বিশ্ব খাদ্য কর্মসূচির খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন। এখানে রেশন কার্ডের মাধ্যমে রোহিঙ্গাদের মধ্যে চাল, ডাল, আটা, তেল, ডিম ইত্যাদি বিতরণের প্রক্রিয়া সরেজমিনে ঘুরে দেখেন।

সকাল ১১টায় তাঁরা ক্যাম্প-২০ এক্স-এর এম-২৪ ব্লকে যান, যেখানে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত “ইনোভেশন ভ্যালি” ঘুরে দেখেন। নিরাপদ ঘর নির্মাণ, পাহাড়ি ঢাল ব্যবস্থাপনা ও দুর্যোগ সহনশীল অবকাঠামো তৈরির প্রকল্প উপস্থাপন করা হয় প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্রের মাধ্যমে। ১১টা ৪০ মিনিটে প্রতিনিধি দল ক্যাম্প-১৮-এর সি-ব্লকের পাশে সেভ দ্য চিলড্রেন পরিচালিত একটি শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেন। সেখানে তাঁরা রোহিঙ্গা শিশুদের শিক্ষা কার্যক্রম, শ্রেণিকক্ষের অবস্থা এবং শিক্ষকদের দক্ষতা সম্পর্কে জানেন।

দুপুর ১২টায় আইওএম পরিচালিত রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করেন তাঁরা। মিয়ানমারে রোহিঙ্গাদের বসবাসকালীন ঐতিহ্যবাহী বসতি, পোশাক-আশাক, কৃষি কাজ ও লোকগীতি প্রদর্শনের মাধ্যমে ঐতিহ্য রক্ষায় গৃহীত পদক্ষেপগুলো ঘুরে দেখেন। দুপুর ১টা ১০ মিনিটে তাঁরা ক্যাম্প-৯ এর জি-১৮ ব্লকে তুরস্ক সরকারের অর্থায়নে পরিচালিত তুর্কি হাসপাতাল পরিদর্শনে যান। চিকিৎসা কার্যক্রম, রোগীদের সেবা গ্রহণ, ডাক্তার ও নার্সদের কর্মকৌশল সম্পর্কে প্রতিনিধি দলটি ঘুরে দেখেন ও মতবিনিময় করেন।

দুপুর ১টা ৩০ মিনিট থেকে ২টা ৯ মিনিট পর্যন্ত তাঁরা বান্দরবান জেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত ৩৪ বিজিবি-এর অধীন ঘুমধুম বিওপি সংলগ্ন ট্রানজিট ক্যাম্প এবং পাহাড়পাড়ার দ্বিতীয় ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। সম্ভাব্য প্রত্যাবাসন কাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। সেখানে পরিদর্শন শেষে ক্যাম্পের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

দুপুর ২টা ১৫ মিনিটে তাঁরা কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে UNHCR অর্থায়নে এনজিও ফোরাম পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে ইলেকট্রিক কাজ, সেলাই ও অন্যান্য কারিগরি প্রশিক্ষণের দৃশ্যাবলি সরেজমিনে দেখেন ও প্রশিক্ষণার্থীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। সবশেষে বেলা ২টা ৩০ থেকে ২টা ৫৫ মিনিট পর্যন্ত তাঁরা ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে অবস্থান করে রোহিঙ্গা জনগোষ্ঠীর সার্বিক ব্যবস্থাপনা ও চ্যালেঞ্জ সম্পর্কে তথ্য গ্রহণ করেন।

বিকেল ৩টা ২০ মিনিটে প্রতিনিধি দল কক্সবাজারের উদ্দেশ্যে ঘুমধুম এলাকা ত্যাগ করেন। পরিদর্শনের সময় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারিতে পুরো কার্যক্রম শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট