মোঃ শহিদ,
কক্সবাজারের রামু উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি ট্রাকের হেডলাইট কভারের ভেতরে লুকানো ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি)। অভিযানে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লক্ষ টাকা বলে বিজিবি সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থেকে চট্টগ্রামের পটিয়া অভিমুখে যাওয়া একটি ট্রাক চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালায় বিজিবির সদস্যরা। তল্লাশিকালে ট্রাকের হেডলাইটের কভারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার পাগলি ছড়ি গ্রামের মৃত নুর আহম্মদের ছেলে ট্রাকচালক মো. আব্দুল কাশেম (৫৭)ও পটিয়া উপজেলার কচুয়াই গ্রামের মৃত ছাবের আহম্মদের ছেলে মো. নুরুল হক (৫৮)।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির নিয়মিত তৎপরতার অংশ হিসেবে মরিচ্যা চেকপোস্টে এই অভিযান চালানো হয়। ট্রাকের হেডলাইটে অভিনব কায়দায় ইয়াবা লুকিয়ে পাচারের চেষ্টা করা হচ্ছিল। আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশির সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। সীমান্ত নিরাপত্তা ও মাদকবিরোধী অভিযান আগামীতেও জোরালোভাবে অব্যাহত থাকবে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাঁদের রামু থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।