নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার প্রবীণ বিএনপি নেতা ও সমাজসেবক রহমত আলী গত ৩০ জুলাই(বুধবার) দিবাগত রাতে জুমেরছড়া মসজিদে এশারের নামায আদায়ের জন্য ওজু করতে গিয়ে অসাবধানতাবশত আকস্মিক মাটিতে পড়ে যান,এতে মাথায় মারাত্মক আঘাত পেয়ে গুরুতর আহত হন।তাৎক্ষণিক তাঁকে বালুখালী জুমেরছড়া ফ্রেন্ডশিপ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা সেবা দিলেও অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।বর্তমানে চট্টগ্রামে চিকিৎসাধীন রয়েছেন তিনি।প্রবীণ এই বিএনপি নেতা ও সমাজসেবকের এহেন অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত হওয়ায় দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন পালংখালী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার নুরুল আলম সওদাগর।দু:খভারাক্রান্ত পরিবার-পরিজনদের ন্যায় তিনিও সমব্যথিত।তিনি প্রবীণ মুরব্বি রহমত আলী’র আশু সুস্থ্যতায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ এবং কর্মী-সমর্থক,ভক্ত ও আত্মীয়স্বজনদের নিকট দোয়ার আর্জি জানিয়েছেন।