সংবাদ বিজ্ঞপ্তি :
কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শামীম আরা স্বপ্নার জন্মদিন উপলক্ষে, কক্সবাজার জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমানসহ সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করে কক্সবাজার জেলা ছাত্রদল।
বুধবার (৩১ জুলাই) কক্সবাজার জেলা বিএনপি কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদউর রহমান, জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ হোসেন মাদু, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদল নেতা জাহেদ নুর জিতু, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মো. সালমান, জেলা ছাত্রদল নেতা মো. সাঈদ আনোয়ার, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা রিদুয়ানুল হক, শহর ছাত্রদল নেতা ইমতিয়াজ উদ্দিন ইমরান, পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল নোমান, কক্সবাজার সরকারি কলেজ ছাত্রদল নেতা ইয়াছিন আরাফাত বাবু, ওমর ইশরাফ নিহালসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।