উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী ২ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা কক্সবাজার আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ও ডাম্পার চালক মুহিব উল্লাহকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। তিনি ওই এলাকার জুনুমিয়ার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি বালুখালী নতুন ব্রিজ এলাকায় কয়েকজন যুবকের ‘জয়বাংলা’ স্লোগান দেওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ এলাকায় চিরুনি অভিযান চালায়। এ সময় মুহিব উল্লাহসহ অন্তত ১৫ জনকে আটক করা হয়। স্থানীয়রা অভিযোগ করেছেন, আটককৃতদের মধ্যে কিছু লোককে টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
মুহিব উল্লাহর বড় ভাই, স্থানীয় সাংবাদিক মো. আমিন ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমি এবং আমার পরিবার আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। অথচ পুলিশ আমাকে এবং আমার পরিবারকে হয়রানি করছে। আমরা চরম আতঙ্কে দিন কাটাচ্ছি।”
তিনি আরও জানান,
“আমি ও আমার পরিবার যদি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকি, তবে শাস্তি ভোগ করতে রাজি আছি। কিন্তু নিরপরাধ হয়েও যদি হয়রানির শিকার হই, তবে এর বিরুদ্ধে তীব্র নিন্দা জানাচ্ছি। প্রশাসনের এমন আচরণে আমরা দুঃশ্চিন্তায় রয়েছি। আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি।”
ফেসবুক লাইভে কান্নাজড়িত কণ্ঠে মো. আমিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন,
“স্বৈরাচার সরকারকে তাড়িয়েও যদি জনগণ হয়রানির শিকার হয়, তবে তার কোনো সুফল নেই।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত ন্যায়বিচার ও প্রশাসনের নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।