নিজস্ব প্রতিবেদক,উখিয়া
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)’র অধীনস্থ কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল চেকপোস্টের জোয়ানদের হাতে ৩ হাজার ৮৭৫ পিস ইয়াবাসহ এক পাচারকারী আটক হয়েছে।
৩০ জুলাই(বুধবার) সন্ধ্যা ৬টার দিকে রেজুখাল চেকপোষ্টের একটি নিয়মিত তল্লাশী দল ডগ স্কোয়াড দ্বারা ইনানী হতে কক্সবাজারগামী একটি অটোরিকশা তল্লাশী করেন।এতে অটোরিকশার উপরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় উল্লেখিত বার্মিজ ইয়াবা ট্যাবলেটগুলো পাওয়া যায়।এসব ইয়াবা বহনে জড়িত পাচারকারী টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের উলুচামরি এলাকার আবুল মঞ্জুরের ছেলে দেলোয়ার হোসেন(২১)’কে আটক করা হয়।এ সময় আটক যুবকের হেফাজত থেকে একটি অটোরিকশা ও একটি বাটনফোন জব্দ করা হয়।
আটককৃত আসামী’কে ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য মালামালসহ প্রচলিত আইন অনুযায়ী থানায় মামলা দায়ের করতঃ পুলিশের নিকট সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সত্যতা নিশ্চিত করেছেন ৩৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম, পিএসসি।