নিজস্ব প্রতিবেদক,উখিয়া
উখিয়ায় মেধা ও বিশেষ চাহিদা ভিত্তিতে নির্বাচিত ২০শিক্ষার্থীকে “পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি এডুকেশন ইনস্টিটিউশনস (পিজিএসআই)” ফান্ডের আওতায় লাখ টাকার শিক্ষা সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।
২৯ জুলাই (মঙ্গলবার) সকাল ১১টায় উপজেলার থাইংখালী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রশিদ আহমদ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী।
এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের প্রতিটি সাফল্যই জাতির সম্পদ। এই অনুদান কেবল অর্থ সহায়তা নয়, এটি তোমাদের পরিশ্রম, সততা ও অধ্যবসায়ের স্বীকৃতি। এই পথচলায় কখনো পিছনে তাকিয়ো না। বড় স্বপ্ন দেখো, কঠোর পরিশ্রম করো, দেশ ও জাতির জন্য কিছু করার মানসিকতা নিয়ে এগিয়ে চলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পালংখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
এতে আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মাষ্টার ফরিদ আহমদ, হাফেজ শাহ আলম, মাষ্টার সব্বির আহমদ, মোজাফফর আহমদ সওদাগর প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মোস্তফা কামাল, মাওলানা জমির উদ্দিন মাহমুদ (সাবেক অধ্যক্ষ, ফারির বিল আলিম মাদ্রাসা), মাওলানা আবুল হোছাইন, মাষ্টার নুরুল বশর, ডা. কামাল উদ্দিন, বাবু প্রিয়সেন বড়ুয়া, শাহ ইউনুছ, শুকলাল দাশ, আবু বকর, সাইদুর রহমান ও শিহাব উদ্দিন প্রমুখ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, পিজিএসআই ফান্ডের আওতায় প্রতিটি প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান পায়। এর মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের এককালীন সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত সহায়তা প্রদান করা হয়।বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কমরুদ্দিন মুকুলের প্রাণবন্ত পরিচালনায় বক্তারা বলেন, এই সহায়তা শিক্ষার্থীদের শুধু আত্মবিশ্বাসই বাড়াবে না, বরং সমাজে শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতেও অবদান রাখবে। আগামী দিনে এসব শিক্ষার্থীর হাত ধরেই গড়ে উঠবে একটি আলোকিত বাংলাদেশ।