নিজস্ব প্রতিবেদক,উখিয়া
উখিয়ার বালুখালী এলাকার মোহাম্মদ হোসাইন ছোটন নামের এক যুবক’কে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
তাকে ২৯ জুলাই (মঙ্গলবার)সকাল ৬টারদিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উখিয়ার ঘাট কাস্টমস স্টেশনস্থ মৈত্রী সড়কের প্রবেশমুখের খোলা মাঠের নিকট মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় পাওয়া যায়।স্থানীয় সুত্রে জানা গেছে,ছোটন’কে অজ্ঞাত দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।এখনো তার জ্ঞান ফিরেনি।আহতের অবস্থা সংকটাপন্ন বলে পরিবার সুত্রে জানা গেছে।
গুলিবিদ্ধ মোহাম্মদ হোসাইন ছোটন(২৬) উপজেলার পালংখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পান বাজার এলাকার চাল-ডাল ও ইট ব্যবসায়ী মাহমদুল হকের ছেলে।ছোটনের বাবা মাহমদুল হক জানান,তার ছেলে ভোর সকালে নামায পড়ার উদ্দেশ্যে বের হয়।৬টার দিকে একটি অজ্ঞাত নাম্বার থেকে কল দিয়ে জানায়,ছোটনের অবস্থা ভালো নয়,তাকে অজ্ঞাত লোকজন কোথায় থেকে এনে গুলি করে মাটিতে ফেলে পালিয়ে গেছে।আমি হাসপাতালে গিয়ে দেখি ছোটনের গায়ে পিছন দিকের পিঠে গুলি করেছে।পিঠে বিদ্ধ হয়ে সামনের দিক দিয়ে বের হয়ে গেছে।অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।অবস্থা ভালো নয়,আল্লাহ বাঁচালে আলহামদুলিল্লাহ।
মাহমদুল হক ও ছোটনের মামা নুরুল আবসার বলেন,গত কয়েকদিন ধরে বালুখালীর চিহ্নিত কয়েকজন লোক ছোটন’কে জানে মেরে ফেলার হুমকি দিয়ে আসছিল।তারা ইতিপূর্বে ছোটনের বিরুদ্ধে মিথ্যা সংবাদও প্রচার করে আসছিল।তারা আরও জানান,ছোটন সুস্থ্য হয়ে উঠলে ঘটনার বিস্তারিত জানা যাবে।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আরিফ হোসেন এ প্রসঙ্গে বলেন,ঘটনার বিষয়ে পুলিশ অবগত নয়।তবে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ খবর নেওয়া হবে।