1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযানে ৮ হাজার ইয়াবা উদ্ধার—মালিক ফারুক ও মিজান সোশ্যাল মিডিয়ার ২২ হাজার গায়েবের তথ্য ভিত্তিহীন উখিয়ার ধামনখালীতে ৫০ হাজার ইয়াবা ছিনতাই—ছৈয়দুল হক ও হেলালের নেতৃত্বে একটি সংঘবদ্ধ চক্র প্রকাশিত সংবাদ প্রসঙ্গে উখিয়ার নুরুল হকের প্রতিবাদ ও ব্যাখ্যা চেয়ারম্যান এম,গফুর উদ্দিন চৌধুরী’কে সাউথ এশিয়ান সোশ্যাল কালচারাল ফোরামের সম্মাননা স্মারক প্রদান পালংখালী বাজার ব্যবসায়ী সমিতির কার্যক্রম বন্ধ, ব্যবসায়ীদের দাবি দ্রুত নির্বাচন কক্সবাজারে দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাইক্ষ্যংছড়িতে ধানের শীষের মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরীর নির্বাচনী প্রচারণা শুরু কুতুপালং বাজারে স্বর্ণ-বন্ধক জালিয়াতির অভিযোগে সমিতির তীব্র প্রতিবাদ পালংখালীতে বর্মায়া মোজাম্মেল–খালেদ চক্রের রমরমা ইয়াবা ব্যবসা, এলাকায় চরম উৎকণ্ঠা কুতুপালং বাজার সমিতির নির্বাচনে ভোটারদের আনারস বিতরণ করে আলোচনায় প্রার্থী মোহাম্মদ আলী

উখিয়ায় পৃথক অভিযানে ৬০ হাজার ইয়াবা সহ আটক ৪, প্রাইভেটকার জব্দ

  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়ায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা, একটি প্রাইভেটকারসহ চারজন মাদক কারবারিকে আটক করেছে উখিয়া থানা পুলিশ।

সোমবার (২৮ জুলাই) সকালে ও বিকেলে পরিচালিত পৃথক অভিযানে মোট ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮০ লক্ষ টাকা।

পুলিশ সুত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ১০টায় উখিয়ার কুতুপালং পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালায়। এ অভিযানে নেতৃত্ব দেন উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন, এসআই সৌরভ হোসেন ও এসআই নোমান।অভিযানে এক ব্যক্তির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির গ্যাস সিলিন্ডারে অভিনব কৌশলে লুকানো ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় প্রাইভেটকারসহ ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন- উখিয়ার পালংখালী রহমতের বিল এলাকার রফিক উদ্দিন’র ছেলে মামুনুর রশিদ (২৪), কক্সবাজার সাবমেরিন ক্যাবল এলাকার নুরুল আফছার’র ছেলে নুরুল ইসলাম (২৬) ও একেই এলাকার নুরুল আবছারের ছেলে মোঃ কবির (২৩)।

অপরদিকে একইদিন বিকেল ৩টায় বালুখালী পুলিশ ফাঁড়ির এসআই নোমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী টিভি টাওয়ার সংলগ্ন ৭ নং ক্যাম্পের এ ৬ ব্লকে অভিযান পরিচালনা করে রোহিঙ্গা আশু আলীর বসতঘরে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ঘটনাস্থল থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গা ৭নং ক্যাম্পের এ ৬ ব্লকের আবুল কালাম’র ছেলে আশু আলী (৩৯)। তার বিরুদ্ধে উখিয়া থানায় মামলা নং-৫৫, তারিখ: ২৮/০৭/২০২৫, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন জানান, আজকে পৃথক অভিযান চালিয়ে মোট ৬০ হাজার ইয়াবাসহ চারজন মাদক কারবারি আটক করা হয়েছে। এসময় প্রাইভেট কার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আশু আলীর বিরুদ্ধে উখিয়া থানায় মামলা নং-৫৫, তারিখ: ২৮/০৭/২০২৫, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(গ) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। অন্য আসামীদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট