নিজস্ব প্রতিবেদক,উখিয়া
উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড থেকে একাধিকবার নির্বাচিত ইউপি সদস্য ও বিশিষ্ট ইসলামিক রাজনৈতিক আলহাজ্ব মাওলানা বখতিয়ার আহমদ মেম্বারের ৫ম মৃত্যবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ২৩ জুলাই(বুধবার)কুতুপালংস্থ মরহুম বখতিয়ার আহমদ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে সকালে কোরআনখানী এবং বাদ আছরের নামাযের পর
কুতুপালং বাজার কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নেন উক্ত মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মাষ্টার শামসুল আলম,মরহুম মাওলানা বখতিয়ার আহমদ মেম্বারের সুযোগ্য সন্তান, রাজাপালং ইউপি’র ৯নং ওয়ার্ডের মেম্বার ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন, কুতুপালং বাজার ব্যবসায়ী কল্যাণ সমবায় সমিতি লি:এর সাবেক সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন জামায়াত নেতা জহির আহমদ,কুতুপালং বাজারের ব্যবসায়ী নুরুল ইসলাম খান ও জামায়াত নেতা ব্যবসায়ী তারেক সওদাগর প্রমুখ সহ বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় মরহুম মাওলানা বখতিয়ার আহমদ মেম্বারের জীবদ্দশায় অনুকরণ-অনুসরণ ও বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করা হয়।আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি প্রতিষ্ঠায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এতে ইসলামের আলোকে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন কুতুপালং বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা
জাহাঙ্গীর আলম।একইদিন মরহুমের বাড়িতে কোরআনখানী এবং ক্ষুদ্র পরিসরে ফাতিহা’র আয়োজন করা হয়।একই দিন কুতুপালংয়ের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করা হয়।প্রসঙ্গত: ২০২০ সালের আজকের (২৩ জুলাই) দিনে তৎকালিন আওয়ামী প্রশাসনের কতিপয় দূর্লোভী প্রকৃতির দুই কর্মকর্তাদের হাতে মৃত্যুবরণ করেন।