নিজস্ব প্রতিবেদক ,উখিয়া
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র উদ্যোগে সীমান্ত এলাকায় স্থানীয় গরীব দুস্থ ও অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে।
২৩ জুলাই(বুধবার)সাড়ে ১১ টা হতে দুপুর পৌণে টা পর্যন্ত ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি’র সার্বিক দিক-নির্দেশনায় ঝিম মংখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় বিওপি সংলগ্ন বাগানবাড়ী নামক স্থানে মেডিকেল অফিসার মেজর নওরীন নাজ আহমেদ, এএমসি এবং মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি কর্তৃক ২৪৩ জন (পুরুষ-৮৫ জন, মহিলা-১১৯ জন এবং শিশু-৩৯ জন) অসহায় ও গরীব দুস্থ মানুষকে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ সামগ্রী সরবরাহ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে মেজর ইশতিয়াক আহমেদ, উপ অধিনায়ক, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) ও সহকারী পরিচালক মোঃ মাসুদ রানা, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) উপস্থিত ছিলেন।বর্ডার গার্ড বাংলাদেশ, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সদা জাগ্রত অতন্দ্র প্রহরী। সীমান্ত নিরাপত্তায় দেশের সর্ব দক্ষিণের বাংলাদেশ-মায়ানমার সীমান্তে দায়িত্ব পালন করছে। উখিয়া ব্যাটালিয়ন সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমনে যথাযথ ও কার্যকরীভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে বেসামরিক পরিমন্ডলে ভূয়সী প্রশংসা অর্জন করেছে। বিজিবি’র এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।