1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে সালাহ উদ্দিন আহমেদ’কে নিয়ে কটুক্তির প্রতিবাদে উখিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল বিএনপির দুঃসময়ের নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন আসছে — মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী ৩৪ বিজিবির অভিযান: ১৬ হাজার পিস ইয়াবাসহ পাচার কাজে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ সীমান্তে মাইন বিস্ফোরণে আহত ৪ বাংলাদেশিকে বিজিবির আর্থিক সহায়তা প্রদান উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজন আটক, দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার উখিয়া ব্যাটালিয়নের অভিযান ১৬৮ পিস বিয়ারসহ যুবক আটক রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে ৮ এপিবিএনের মতবিনিময় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল ৩৪ বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার উখিয়ার রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারে সালাহ উদ্দিন আহমেদ’কে নিয়ে কটুক্তির প্রতিবাদে উখিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১ বার পড়া হয়েছে

 

হেলাল উদ্দিন, উখিয়া থেকে

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী কক্সবাজারে এনসিপির এক পদযাত্রায়  কটুক্তির করেন। কটুক্তির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে কক্সবাজারের উখিয়া এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ করেছে উখিয়া উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন।

শনিবার (১৯ জুলাই) বিকাল ৪টায় উখিয়া সদর স্টেশনে উপজেলা কৃষকদলের সদস্য সচিব সাদমান জামি চৌধুরীর নেতৃত্বে এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উখিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়ে স্টেশনের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সড়কে টায়ার জালিয়ে অবরোধ করে ক্ষুব্ধ নেতা কর্মীরা। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মৎস্যজীবী দল ও কৃষকদলের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জননেতা সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কটুক্তি করে শুধু একজন নেতাকে নয়, পুরো কক্সবাজার তথা বাংলাদেশের হৃদয়ে আঘাত হানা হয়েছে। এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য নাসির উদ্দীন পাটোয়ারীকে ক্ষমা চাইতে হবে, নতুবা জনগণই তার জবাব দেবে।

বক্তারা আরও বলেন, সালাহউদ্দিন আহমদ দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে। তিনি এদেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে গুম হয়েছেন, নির্বাসিত ছিলেন। এধরণের একজন ত্যাগী ও বর্ষীয়ান রাজনীতিবিদকে নিয়ে কোন অবমাননাকর আচরণ সহ্য করা হবে না। আগামী দিনে যদি এ ধরনের বক্তব্য পুনরাবৃত্তি হয় জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা কটোরভাবে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন রাজাপালং ইউনিয়ন সাংগঠনিক উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল সিকদার টিটু, উখিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিদুয়ানুর রহমান বাপ্পি,উপজেলা ছাত্র দলের সদস্য সচিব রিদুয়ানুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক মোর্শেদুল হক ভুট্টু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী,উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক আলমগীর সিকদার হান্নান, উপজেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়ন উত্তর শাখা মৎস্যজূবী দলের সদস্য সচিব হেলাল উদ্দিন,রাজাপালং উত্তর শাখা কৃষক দলের আহবায়ক আবুল হাসান আলী,রফিকুল ইসলাম আলম রাসেল, মীর রাফেদ,যুবদল নেতা মোজাম্মেল, নুরুল ইসলাম শিবা সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

তারা সালাহউদ্দিন আহমদের পক্ষে স্লোগান দেন এবং অবিলম্বে কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট