নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)'র অভিযানে আসামীবিহীন ১৬ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ ১ টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
১৮ জুলাই শুক্রবার অনুমান ১২৩০ ঘটিকার দিকে ৩৪ বিজিবি এর অধিনস্থ রেজুখাল চেকপোস্টের নিয়মিত তল্লাশী দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টেকনাফ হতে কক্সবাজারগামী ১টি মোটরসাইকেল তল্লাশির জন্য সিগন্যাল দিলে চালক মোটরসাইকেল ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। পরবর্তীতে ফেলে যাওয়া মোটরসাইকেল তল্লাশী করে মোটরসাইকেলের এয়ারফিল্টারের নিচে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ১৬ হাজার বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ মাদক পাচারে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয়েছে।
বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় জনমনে স্বস্তি ও শান্তি বজায় রাখতে সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনসহ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি