নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দুইজনকে আটক করেছে থানা পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে দেশীয় তৈরি একটি বন্দুক, কার্তুজ, ধারালো ছুরি, ধামা দা ও লোহার পাইপসহ বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) রাত পৌনে ১টার দিকে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালের দক্ষিণ পাশে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের একটি ব্রিজের উপর অভিযান চালানো হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন এর সরাসরি নির্দেশনায় এসআই সুমন কুমার দে ও সঙ্গীয় ফোর্স এই বিশেষ রাত্রিকালীন অভিযানে অংশ নেন। এ সময় দুইজন সন্দেহভাজন ডাকাতকে ডাকাতির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ আয়াস (২১), কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের মোঃ ইলিয়াসের ছেলে, অপরজন হলেন কফিল উদ্দিন (২৮), কুতুপালং পশ্চিম পাড়া এলাকার জালাল আহমেদের ছেলে। এসময় তাদের কাছ থেকে- একটি দেশীয় তৈরি বন্দুক, একটি কার্তুজ, একটি ধারালো ছুরি, দুটি ধামা দা, একটি এসএস স্টিলের পাইপ উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, রাত্রিকালীন নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিয়মিত টহল ও অভিযান চালিয়ে যাচ্ছি। আজকের অভিযানে দুইজন ডাকাত আটক হয়েছে। তাদের কাছ থেকে অস্ত্র ও দেশীয় সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আমাদের এই ধরনের অভিযান চলমান থাকবে, যাতে উখিয়ায় কেউ অপরাধ সংঘটনের সাহস না পায়।
এ ঘটনায় উখিয়া থানায় ডাকাতির প্রস্তুতির ধারায় একটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।