মোঃ শহিদ,
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে সাংবাদিকদের সাথে ৮ এপিবিএনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে উখিয়ার রাজাপালং ৮ এপিবিএনের অধিনায়ক কার্যালয়ে কনফারেন্স হলে ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম এর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার (প্রশাসন, অর্থ ও অপারেশন) উক্য সিং, অতিরিক্ত পুলিশ সুপার মো. কায়সার রিজভী কোরায়েশী, সহকারী পুলিশ সুপারগণ, উখিয়া প্রেসক্লাবের আহ্বায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার ও সদস্য সচিব ফারুক আহমেদ, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবির জুসান, আব্দুল্লাহ আল আজিজ, ওবায়দুল হক চৌধুরী, ইব্রাহীম মোস্তফা সহ উখিয়া ও টেকনাফের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। রোহিঙ্গা ক্যাম্পের বাস্তব পরিস্থিতি নির্ভীকভাবে তুলে ধরার পাশাপাশি যদি আমাদের তথ্য দিয়ে সহায়তা করেন, তাহলে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী তৎপরতা দমন আরও কার্যকরভাবে সম্ভব হবে। তিনি আরও বলেন, আমরা প্রতিনিয়ত অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসী, ডাকাত দল, মাদক ব্যবসায়ী ও জঙ্গি সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের হুমকির মধ্যে থেকেও আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করছি। এই প্রেক্ষাপটে সাংবাদিকদের সহায়তা অপরিহার্য।
সভায় উপস্থিত সাংবাদিকরা রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন সমস্যা, তথ্যপ্রাপ্তির স্বচ্ছতা, পুলিশের সঙ্গে সমন্বয়, আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব এবং ক্যাম্পে নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা সম্পর্কিত বিভিন্ন অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।