মাহমুদুল হাসান :
মায়ানমার সীমান্ত ঘেঁষা কক্সবাজারের রেজুপাড়া এলাকায় বিজিবির বিশেষ অভিযানে মাদকের বড় চালান উদ্ধার
শনিবার ১২ জুলাই সন্ধ্যায় কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবির)একটি বিশেষ অভিযানে রেজুপাড়া সীমান্ত এলাকার লেবুবাগান খালের পাড় থেকে ১০,০০০ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজিবির উপস্থিতি টের পেয়ে দুইজন মাদক চোরাকারবারী ব্যাগ ফেলে মায়ানমারের দিকে পালিয়ে যায়। বিজিবি তাদের আটক করতে না পারলেও ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করে।অভিযানটি পরিচালিত হয় বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে।
৩৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম, পিএসসি বলেন,“সীমান্তে শান্তি-শৃঙ্খলা ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিতে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে।”