মোঃ শহিদ,
কক্সবাজারের উখিয়ায় অবস্থিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহ পরিদর্শন করেছেন ঢাকাস্থ স্পেন দূতাবাসের একজন সাংবাদিক প্রতিনিধি দল।
বুধবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রতিনিধি দলটি ক্যাম্প এলাকায় প্রবেশ করেন এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর অর্থায়নে পরিচালিত বিভিন্ন শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন।
চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- সাংবাদিক জেনি তোরেস কাস্ত্রো, চিত্রগ্রাহক আলভারো রদ্রিগেজ দে লা রুয়া, আলোকচিত্রী স্যামুয়েল সানচেজ দিয়াস এবং প্রতিবেদক হুয়ান আন্তোনিও আউনিওন বোরেগুয়েরো।
আরআরআরসি অফিস সুত্রে জানা যায়, সকাল সাড়ে ১০টা টায় তারা ক্যাম্প-২ (পূর্ব) এর বি-৭ ব্লকে ইউএনএইচসিআর-এর অর্থায়নে এনজিও ফোরামের তত্ত্বাবধানে পরিচালিত ‘প্রশিক্ষণ ও উৎপাদন কেন্দ্র’ ঘুরে দেখেন। এ সময় ইউএনএইচসিআর-এর একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা প্রতিনিধি দলকে কেন্দ্রটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন।
পরে ১১টায় প্রতিনিধি দল ক্যাম্প-১১ এর এ-৬ ব্লকের পাশের ইউনিসেফের অর্থায়নে পরিচালিত ‘শিক্ষাকেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র’ (অষ্টম ও নবম শ্রেণি) পরিদর্শন করেন। সেখানে কর্তব্যরত এক শিক্ষক দলটিকে পাঠ্যসূচি ও শিক্ষা কার্যক্রম সম্পর্কে ধারণা দেন। পরে তারা ‘রোজ লার্নিং সেন্টার’, ‘শিখন লার্নিং সেন্টার’ ও ‘মেরিন লার্নিং সেন্টার’ ঘুরে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
দুপুর ১২টায় প্রতিনিধি দল ক্যাম্প-১৮ এর এইচ-৬২ ব্লকে ইউনিসেফের অর্থায়নে কোডেক পরিচালিত ‘সান লার্নিং সেন্টার’ পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষা কার্যক্রমে বিদ্যমান বাজেট সংকট সম্পর্কে অবগত হন। পরিদর্শন শেষে দুপুর পৌনে ২টায় প্রতিনিধি দলটি কক্সবাজারের উদ্দেশ্যে ক্যাম্প এলাকা ত্যাগ করেন।
প্রতিনিধি দলটি ক্যাম্প এলাকার শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে অর্থায়নের সংকটকে চিহ্নিত করেন। তারা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করবেন, যাতে ভবিষ্যতে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ প্রস্তাব অন্তর্ভুক্ত থাকবে।