নিজস্ব প্রতিবেদক,উখিয়া
উখিয়ায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ মামলায় ২লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।সোমবার (৩০ জুন) বিকেলে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) যারীন তাসনিম তাসিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে পালংখালী তাজমান হাসপাতালে ভূয়া ডাক্তার দিয়ে চিকিৎসা সেবা ও সেবার মান যথাযথভাবে না হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
একইদিন অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও স্যাম্পল রাখার দায়ে ৩টি ফার্মেসী থেকে ঔষধ ও কসমেটিকস আইনে ১লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
কক্সবাজারের ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নুরুল আলমের সহযোগিতায় পরিচালিত অভিযানে তাজমান হাসপাতাল ও ৩টি ফার্মেসীকে যথাযথ আইন মেনে কার্যক্রম পরিচালনার জন্য কঠোরভাবে সতর্কবার্তা প্রদান করা হয়।
অভিযানের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন জানান,উপজেলা প্রশাসনের নিয়মিত মনিটরিংয়ে পালংখালীতে মোবাইল কোর্ট পরিচালনা করে ৪টি মামলায় ২লাখ ৫৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।