নিজস্ব প্রতিবেদক:
বিজিবি’র ৩০ ব্যাটালিয়ন অধীনস্থ রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে দায়িত্বরত বিজিবি’র জোয়ানদের পৃথক অভিযানে ২০ হাজার ৭৪০ পিস ইয়াবা জব্দ করেছে।ইয়াবা বহনে জড়িত একটি সিএনজি ও একটি প্রাইভেট কার জব্দ করেছে।
রবিবার (২৯ জুন) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে পরিচালিত অভিযানে ৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একজন আটক হয়।আটক যুবক হলেন, চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জের সরকারতালু ছত্তরুয়া এলাকার মৃত মো. উল্লাহর ছেলে মো. রহিম উল্লাহ রনি (৩০)।
অপরদিকে ২৮ জুন দিবাগত রাতে পৃথক দুটি অভিযানে ১৫ হাজার ১৪০ পিস ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে।বিজিবি’র রামু ব্যাটালিয়নের অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টের টহলদল কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৫ হাজার ১৪০ পিস ইয়াবাসহ একজন’কে এবং হোয়াইক্যং থেকে কক্সবাজারগামী একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ একজন’কে আটক করতে সক্ষম হয়।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।রামুস্থ ৩০ ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, বিজিবি কেবল সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও চোরাচালান প্রতিরোধে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। অভিযানের সময় চেকপোস্টে বিজিবি’র নিয়মিত টহল দল তল্লাশি কার্যক্রম পরিচালনা করে।
আটক আসামির বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানিয়েছেন বিজিবি’র
এ কর্মকর্তা।