নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মো. হুবাইদ (২০) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
শুক্রবার (২৭ জুন) ভোর আনুমানিক ৬টার দিকে উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্প-০১ ওয়েস্টের ব্লক এফ-১৩ এ এ ঘটনা ঘটে। নিহত হুবাইদ ওই ক্যাম্পের বাসিন্দা মীর আহমদের ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তি চলছিল। ঘটনার দিন ভোরে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। পরিবারের সদস্যরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে ব্র্যাক পরিচালিত ক্যাম্পের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে উখিয়া থানার এসআই তপু বড়ুয়া ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
উখিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসির উদ্দীন জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার পেছনে পারিবারিক কলহ মূল কারণ বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।