নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মরিচ্যায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক প্রবাসীর পৈতৃক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে ভূমিদস্যুদের বিরুদ্ধে। প্রবাসী পরিবারের অনুপস্থিতির সুযোগ নিয়ে চিহ্নিত ভূমিদস্যু চক্র দফায় দফায় হামলা ও হুমকি-ধমকি দিয়ে আসছে বলে জানা গেছে।
জমির কাগজপত্র, সংশ্লিষ্ট মামলার নথি এবং এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, হলদিয়া পালং ইউনিয়নের পাতাবাড়ি এলাকার বাসিন্দা মরহুম পেটান আলী ফকিরের পুত্র মোঃ আবদুল গফুর ১৯৭৬ সালের ১৪ আগস্ট মরিচ্যা পালং মৌজার আর.এস ৩০ নং খতিয়ানের ১৯২১ নং আরএস দাগ থেকে ১২ শতক জমি জনৈক মনমোহন বড়ুয়ার ওয়ারিশ নিরঞ্জন বড়ুয়া ও শশী কুমার এর কাছ থেকে ১২০২ নং কবলা দলিল মূলে ক্রয় করেন। পরবর্তীতে তিনি যথারীতি বিএস ৮৬৫ নং নামজারী জমাভাগ খতিয়ান সৃজন করেন। একই তারিখে, একই আরএস খতিয়ানের অংশীদার বোগাইরামের কাছ থেকে ১২০১ নং কবলা দলিল মূলে আরও ২৪ শতক জমি ক্রয় করেন মোঃ আবদুল গফুর। তবে, ভুলবশত বোগাইরামের কাছ থেকে ক্রয়কৃত জমি আরএস খতিয়ান অনুযায়ী বোগাইরামের ভাইয়ের ওয়ারিশগণের নামে বিএস খতিয়ান সৃজন হয়।
এই ভুল বিএস খতিয়ান সংশোধনের জন্য মোঃ আবদুল গফুর বাদী হয়ে উখিয়া সহকারী জজ আদালতে অপর ১৯৩/২১ ইং মামলা দায়ের করেন। মামলা চলাকালীন সময়ে স্থানীয় মৃত মৌলভী মোজাফফর আহমদের পুত্র কাইছার উদ্দিন, রায়হান, মিজান, মৃত দিল মোহাম্মদের পুত্র গিয়াস উদ্দিন প্রকাশ গিয়াস ডন, বেলাল, রফিক, সাহাব উদ্দিন গং-সহ চিহ্নিত ভূমিদস্যুরা বারবার উক্ত জমি দখলের চেষ্টা করলে প্রবাসী বাদী পক্ষ আদালতে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আদালত গত ০৬/০৭/২০২৩ তারিখে ৬৫ নং আদেশ মূলে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উক্ত জমিতে নিষেধাজ্ঞা আরোপ করেন।
কিন্তু আদালতের এই আদেশ অমান্য করে ভূমিদস্যুরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে ভায়োলেশন মিচ ২২/২৩ ইং মামলা চলমান রয়েছে। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে অসহায় সাবেক রেমিটেন্স যোদ্ধা মরহুম মোঃ আবদুল গফুরের ওয়ারিশগণ—বর্তমান রেমিট্যান্স যোদ্ধা ইউএই প্রবাসী মুফিজুর রহমান, ওবাইদুর রহমান, হারুন রশিদ ও মো: রশিদ কমল এবং সৌদি প্রবাসী মাহাবুুবুর রহমান গং তাদের নিকটাত্মীয়ের মাধ্যমে থানায় অভিযোগ করলেও ভূমিদস্যুরা তা পরোয়া না করে বাদীর অনুপস্থিতির সুযোগ নিয়ে বারবার উক্ত জমি অবৈধ দখলের চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে আদালতকে অবগত করে বাদী পক্ষ ইতিমধ্যেই স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন দাখিল করেছেন। ভূমিদস্যুদের কবল থেকে তাদের পৈতৃক সম্পত্তি রক্ষায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসীর ওয়ারিশগণ।
উল্লেখ্য, মরহুম মোঃ আবদুল গফুরের ওয়ারিশগণ বর্তমানে সবাই প্রবাসে অবস্থান করছেন।