নিজস্ব প্রতিবেদক,উখিয়া
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)’র অধিনস্থ কক্সবাজার-টেকনাফ সড়কের ইমামের ডেইল চেকপোস্টে ৪শত ৮ ক্যান হান্টার বিয়ার সহ দুইজন’কে আটক করেছে।
২৭ জুন(শুক্রবার) বিকেল সাড়ে ৬ টারদিকে কক্সবাজার থেকে ছেড়ে যাওয়া টেকনাফগামী একটি প্রাইভেটকার ইমামের ডেইল অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবির সদস্যরা তল্লাশীর জন্য থামান। তল্লাশীকালে যাত্রী আব্দুল আজিজ (৩০), পিতা-আব্দুল মজিদ, গ্রাম- কলেজপাড়া ওয়ার্ড নং-৬ (পৌরসভা), ডাক-অলিয়াবাদ,টেকনাফ ও (২) মোঃ জাফর আলম (৪০), পিতা-সৈয়দ হোসেন, গ্রাম- ডেইলপাড়া ওয়ার্ড নং-৬ (পৌরসভা)উভয়েই টেকনাফ উপজেলার বাসিন্দা।তাদের
নিকট রক্ষিত কাগজের ৩টি কাটুন ও সাদা- কালো রঙ্গের ২ টি কাপড়ের ব্যাগের মধ্যে ৪০৮ ক্যান হ্যান্টার বিয়ার পাওয়া যায়। ধৃত আসামীদ্ধয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, বিয়ার গুলো কক্সবাজার হতে ক্রয় করতঃ টেকনাফে বেশী দামে বিক্রেয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করতঃ আটককৃত বিয়ার ও ধৃত আসামীদ্ধয়কে থানায় জমা ও সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন,৬৪ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন পিএসসি।