শ.ম.গফুর:
উখিয়াস্থ ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন
(এপিবিএন)'র মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ জুন( বৃহস্পতিবার)সকাল ১১টায় ব্যাটালিয়ন
সদরের কনফারেন্স কক্ষে ৮আর্মড পুলিশ ব্যাটালিয়ন'র অধিনায়ক (ভারপ্রাপ্ত) ও পুলিশ সুপার রিয়াজ উদ্দিন আহম্মেদ পিপিএম'র
সভাপতিত্বে মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় গত মে মাসে ব্যাটালিয়নের সামগ্রিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা এবং তা বাস্তবায়নে কতিপয় সিদ্ধান্ত গৃহীত হয়।
সভাপতির বক্তব্যে রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেছেন, ক্যাম্পে এফডিএমএন সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে সবাইকে দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান। মাদক উদ্ধার সহ অন্যান্য আভিযানিক কার্যক্রম জোরদারকরণ এবং দুষ্কৃতিকারীদের গ্রেফতারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া, সকল প্রকার দুর্নীতি থেকে বিরত থেকে শৃঙ্খলার সাথে দায়িত্ব পালনসহ বিভিন্ন দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
উক্ত সভায় উক্ত ব্যাটালিয়নের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, সহকারি পুলিশ সুপার ও পুলিশ পরিদর্শক বৃন্দসহ অন্যান্য অফিসার-ফোর্স গণ উপস্থিত ছিলেন।