নিজস্ব প্রতিবেদক :
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ টহলদল দুটি পৃথক অভিযান পরিচালনা করে সর্বমোট ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, বালুখালী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী কাটাপাহাড় এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ১০,০০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়।
অপরদিকে, ইমামের ডেইল চেকপোস্টের বিজিবি সদস্যরা কক্সবাজারগামী নীল দরিয়া সার্ভিসের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করে এবং বাসের চালককে আটক করে।
আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।