নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার রত্নাপালং ইউনিয়নের থিমছড়ি এলাকায় হালিমাতুস সাদিয়া নামের ছয় বছর বয়সের এক শিশু কন্যা পুকুরে ডুবে মারা গেছেন।সে ওই এলাকার মোহাম্মদ কালুর কন্যা।বৃহস্পতিবার (২৬ জুন) সকালে আনুমানিক সাড়ে ৬টার দিকে বাড়ির পাশের পুকুরে পা ধোয়ার সময় সে পা পিছলে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর পরিবারের লোকজন তাকে পুকুরে অচেতন অবস্থায় উদ্ধার করে। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।একই দিন দুপুর ২টার দিকে থিমছড়ি ফকির মিয়াজি জামে মসজিদের মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
শিশুটির বাবা মোহাম্মদ কালু ৩ সন্তানের জনক। দুই ছেলে এবং একমাত্র মেয়ে ছিল সাদিয়া। আদরের এই শিশুকে হারিয়ে তার মা-বাবা পাগল প্রায় অবস্থায় রয়েছেন। পরিবার ও পুরো এলাকায়
শোকাবহ পরিবেশ বিরাজ করছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আরিফ হোসেন জানান,রত্নাপালংয়ে পুকুরের পানিতে ডুবে এক শিশু মারা গেছে জেনেছি।খুবই বেদনাজনক।