নিজস্ব প্রতিবেদক:
রোহিঙ্গাদের একটি অংশ করে না এমন কোন অপকর্ম নেই।এবার ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে যাচ্ছিলেন এক রোহিঙ্গা। বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করার অপরাধ ও ভূয়া সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার দায়ে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে সেনাবাহিনীর হাতে। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।২৫ জুন (বুধবার) বিকেলে উপজেলার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লক থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ক্যাম্প-২ ওয়েস্ট, সাব-ব্লক বি-৫-এর বাসিন্দা আবু আলমের ছেলে ইয়াইয়া খান।
সূত্রে জানা যায়, ইয়াইয়া খান সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিল এবং নিজেকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল। তার আচরণ এবং কথাবার্তায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল।
বিষয়টি সেনাবাহিনীর নজরে আসলে টহল দল তাকে জিজ্ঞাসাবাদ করে। যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে, সে কোনো সরকারি বাহিনীর সদস্য নয়। পরে তাকে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, সে পূর্বেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আরিফ হোসাইন বলেন,ভূয়া সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা যুবক’কে আটক করে সেনাবাহিনীর সদস্যরা থানায় সোপর্দ করেছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।