1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপদ সড়ক চাই এই স্লোগানে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান ‎ বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে বৃক্ষরোপণ কাজে ১০৫ জন শ্রমিক যাচ্ছেন, EB-3 এবং H-2A ক্যাটাগরিতে ভিসা অনুমোদন উখিয়ার নুরুল আলম মেম্বার সফল জন প্রতিনিধি:বিশেষ সম্মাননা স্মারকে ভূষিত আহলে বায়াত কে পরিপূর্ণ ভালোবাসাই হচ্ছে সত্যি কারের মুসলমানের মাফকাটি,মাওলানা হাফেজ বেলাল উদ্দিন সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে ইনানীর উপকূলে জেলে নিখোঁজ আবুল খায়ের টোব্যাকো’র ঈদগাঁও এজেন্ট আবুল হোসেন’র ব্যবসায়িক সফলতা অর্জন কক্সবাজার কারাগারে ‘মধুমাস’ উদযাপন, মৌসুমি ফল পেয়ে উচ্ছ্বসিত বন্দিরা! উখিয়ায় প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে চিরচেনা গরু-মহিষ,লাঙ্গল-জোয়ালের ‘হালচাষ’ উখিয়ায় প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে চিরচেনা গরু-মহিষ,লাঙ্গল-জোয়ালের ‘হালচাষ’ মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রিমুখী সংঘাত: অভ্যন্তরে প্রবেশে বাধা দিতে বসানো হচ্ছে স্থলমাইন!

উখিয়ায় আটক ভূয়া সেনা কর্মকর্তা পরিচয়দানকারী রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক:

রোহিঙ্গাদের একটি অংশ করে না এমন কোন অপকর্ম নেই।এবার ভুয়া সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করে যাচ্ছিলেন এক রোহিঙ্গা। বিভিন্ন কৌশলে চাঁদাবাজি করার অপরাধ ও ভূয়া সেনাবাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার দায়ে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছে সেনাবাহিনীর হাতে। পরে তাকে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।২৫ জুন (বুধবার) বিকেলে উপজেলার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৫ ব্লক থেকে তাকে আটক করা হয়। আটককৃত যুবক ক্যাম্প-২ ওয়েস্ট, সাব-ব্লক বি-৫-এর বাসিন্দা আবু আলমের ছেলে ইয়াইয়া খান।
সূত্রে জানা যায়, ইয়াইয়া খান সেনাবাহিনীর পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে ঘোরাফেরা করছিল এবং নিজেকে সামরিক বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিচ্ছিল। তার আচরণ এবং কথাবার্তায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছিল।
বিষয়টি সেনাবাহিনীর নজরে আসলে টহল দল তাকে জিজ্ঞাসাবাদ করে। যাচাই-বাছাইয়ের পর নিশ্চিত হওয়া গেছে, সে কোনো সরকারি বাহিনীর সদস্য নয়। পরে তাকে আটক করে উখিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া, সে পূর্বেও কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আরিফ হোসাইন বলেন,ভূয়া সেনাবাহিনীর সদস্য পরিচয় দেওয়ার অভিযোগে এক রোহিঙ্গা যুবক’কে আটক করে সেনাবাহিনীর সদস্যরা থানায় সোপর্দ করেছে।তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট