নিজস্ব প্রতিবেদক:
উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের নিদানিয়ার পূর্ব নুরার ডেইল এলাকায় সশস্ত্র ডাকাত দলের এলোপাতাড়ি হামলায় স্থানীয় মৃত ইসহাকের পুত্র বাবুল (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার ভাই মোহাম্মদ হাসান (৩৫)।সোমবার (২৩ জুন) দিবাগত রাত ৮টার দিকে তাদের নিজ বাড়ির সামনে ১০-১২ জনের একদল ডাকাত তাদের উপর অতর্কিত হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে হাসপাতালে নিয়ে যান।এতে বাবুল চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে হাসপাতালে মারা যান।
উখিয়া থানা ও ইনানী ফাঁড়ী পুলিশ জানিয়েছে, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে। স্থানীয় নুরুল হাকিমের সাথে কথা বলে জানা গেছে, এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।