1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
আহলে বায়াত কে পরিপূর্ণ ভালোবাসাই হচ্ছে সত্যি কারের মুসলমানের মাফকাটি,মাওলানা হাফেজ বেলাল উদ্দিন সাগরে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে ইনানীর উপকূলে জেলে নিখোঁজ আবুল খায়ের টোব্যাকো’র ঈদগাঁও এজেন্ট আবুল হোসেন’র ব্যবসায়িক সফলতা অর্জন কক্সবাজার কারাগারে ‘মধুমাস’ উদযাপন, মৌসুমি ফল পেয়ে উচ্ছ্বসিত বন্দিরা! উখিয়ায় প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে চিরচেনা গরু-মহিষ,লাঙ্গল-জোয়ালের ‘হালচাষ’ উখিয়ায় প্রযুক্তির ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে চিরচেনা গরু-মহিষ,লাঙ্গল-জোয়ালের ‘হালচাষ’ মিয়ানমারের রাখাইন রাজ্যে ত্রিমুখী সংঘাত: অভ্যন্তরে প্রবেশে বাধা দিতে বসানো হচ্ছে স্থলমাইন! উখিয়ায় উপজেলা প্রশাসনের অভিযান:৪ প্রতিষ্ঠানের ২লাখ ৫৫ হাজার টাকা জরিমানা বালুখালী সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই বহনকারী আটক:মুল মালিক ছৈয়দুল হক ও নুরুল হক অধরা! কুতুপালং বাজার এখন সিসিটিভি’র আওতায়!

ফেসবুকে শাহজালাল বাবলুর মিথ্যাচার, ডা. রুমির বক্তব্য ও তীব্র প্রতিবাদ

  • প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩২ বার পড়া হয়েছে

বার্তা পরিবেশক

শাহজালাল বাবলুর স্ত্রী কয়েক মাস ধরে কক্সবাজারের স্বনামধন্য গাইনী চিকিৎসক ডা. আরিফা মেহের রুমির তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন। গর্ভবতী অবস্থায় নিয়মিত চেকআপ করতেন এবং প্রয়োজনে মোবাইল ও হোয়াটসঅ্যাপে পরামর্শ গ্রহণ করতেন।
গত ২৮ মে গর্ভকালীন ব্যথা শুরু হলে তারা ডা. আরিফা মেহের রুমির কাছে না এসে মিঠাছড়ির হোপ হাসপাতালে চলে যান। সেখানে পেশার কমানোর ইনজেকশন ও সেলাইন দিয়ে বাচ্চা ডেলিভারির চেষ্টা করা হয়। কিন্তু ব্যর্থ হলে ভোর ৫টার দিকে শাহজালাল বাবলু ফোন করেন ডা. রুমিকে। তখন তিনি হাসপাতালে অবস্থান করছিলেন এবং দ্রুত আসতে বলেন। অথচ রোগী আসেন সকাল সাড়ে ৬টার দিকে। ততক্ষণে ডা. রুমি অন্য একটি অপারেশন শেষ করে দীর্ঘ অপেক্ষার পর বাড়ি ফিরে যান।
সেইদিন সকালে শাহজালালের স্ত্রী এলে তিনি আবার বাড়ি থেকে ফিরে এসে চিকিৎসা প্রদান করেন। লেবার রুমে উন্নত ট্রেনিংপ্রাপ্ত মিডওয়াইফের সহায়তায় বাচ্চার নরমাল ডেলিভারি সম্পন্ন হয়। উল্লেখ্য, আল্ট্রাসনোগ্রাম দেখে ডা. রুমি আগেই রোগীর স্বামীকে জানিয়েছিলেন এটি নরমাল ডেলিভারি হবে। নিয়মিত চেকআপের পরও ডা. রুমির কাছে না এসে অন্য হাসপাতালে ডেলিভারির সিদ্ধান্ত নেন তারা।
তারপরও ডা. আরিফা মেহের রুমি সকালে এসে পেরিনিয়াম সেলাই করেন। এত সহযোগিতার পরও শাহজালাল বাবলু ফেসবুকে ভিত্তিহীন তথ্য ও মিথ্যাচার ছড়িয়েছেন।
এ ঘটনায় ডা. আরিফা মেহের রুমি তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, “গত ২৮ মে হোপ হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়ার পর ফজরের সময় শাহজালাল বাবলু আমাকে ফোন করেন। আমি আন্তরিকভাবে ফোন রিসিভ করে তাদের ইউনিয়ন হাসপাতালে আসতে বলি। যখন সবাই ঘুমে থাকে, তখন বিপদের কথা ভেবে ফোনটি ধরি-এখন মনে হচ্ছে সেটি ছিল আমার অপরাধ!
তার স্ত্রীর পজিশন ভালো থাকায় আমি আগেই বলেছিলাম এটি নরমাল ডেলিভারি হবে। বারবার ফোন করলেও আমি সময়মতো পরামর্শ দিয়েছি। অথচ এখন ফেসবুকে লেখা হচ্ছে, আমি নাকি নরমাল না হলে লেবার রুমে যাই না।
শাহজালাল বাবলু তার ফেসবুকে লিখেছে, সন্তানের সম্ভাব্য জন্মতারিখ ছিল ২৭ মে। কিন্তু নির্দিষ্ট তারিখের একদিন পর, ২৮ তারিখ ভোরে, আমার সাথে কোনো পরামর্শ না করে হঠাৎ হোপ হাসপাতালে ডেলিভারির চেষ্টা করেন। যখন ব্যর্থ হয় তখনই আমার কাছে আসেন। আমি ফজরের সময় ফোন না ধরলে হয়তো আজ এই অভিযোগ করতেই পারতেন না।
আমি উখিয়ার সন্তান। উখিয়ার মানুষকে সবচেয়ে গুরুত্ব দিয়ে থাকি। রাত-দিন, কখনো সময় বা টাকার চিন্তা করে কাজ করি না।”
ডা. রুমি আরও বলেন, “শাহজালাল বাবলু তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে-নার্সের ভুল ও দীর্ঘ সময় সন্তান পেটে থাকার কারণে সদ্য জন্ম নেওয়া সন্তানের জায়গা হয়নি মা-বাবার কোলের বদলে হয়েছে হাসপাতালের এনআইসিওতে।
কিন্তু সত্যি হলো-লেবার রুমে কোনো সাধারণ নার্স থাকেন না। থাকে উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত ও অভিজ্ঞ মিডওয়াইফ। যেহেতু বাচ্চা জরায়ুর মুখে চলে এসেছে, তাই এটি কোনোভাবেই অপারেশন করা সম্ভব ছিল না। এখানে ডাক্তার উপস্থিত ছিলেন কি না, সেই প্রশ্ন নয়।
নরমাল ডেলিভারির ক্ষেত্রে কোনো পেশার (induction) দেওয়া হয় না। যেটি নরমাল, সেটি স্বাভাবিকভাবে প্রসব হয়। শত শত ডেলিভারির মধ্যে কখনো কখনো শিশুর অক্সিজেন ঘাটতিসহ নানা সমস্যা দেখা দিতে পারে। এজন্য গাইনী ডাক্তারকে দোষ দেওয়া অবান্তর।
শিশুটিকে এনআইসিওতে নিতে হয়েছে এটি একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ভাগ্যের ব্যাপার। ফেসবুকে মেডিকেল টার্ম বুঝে ভুল ভাবে মিথ্যাচার করে আমার সম্মানহানি করা হয়েছে।
আমি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেবা দিয়েছি। অথচ আমার বিরুদ্ধে সঠিক তথ্য না দিয়ে বিভ্রান্তিমূলক স্ট্যাটাস দেওয়া হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং সবার কাছে অনুরোধ করছি, দয়া করে বিভ্রান্ত হবেন না।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট