হেলাল উদ্দিন উখিয়াঃ
দক্ষিণ কক্সবাজারের অন্যতম আধ্যাত্মিক সাধক অলিয়ে কামেল হযরত শাহ সুফি ফয়েজুর রহমান শাহ্ (রহঃ) ইসালে সওয়াব উপলক্ষে আঞ্জুমানে রহমানি সুন্নিয়া ট্রাস্ট এর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
রবিবার (১৫ জুন) বাদ মাগরিব হতে উখিয়া একরাম মার্কের ২য় তলায় অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অলি আল্লাহর শানে গুরুত্বপূর্ণ বয়ান করেন দক্ষিণ চট্টগ্রামের অন্যতম আলেমেদিন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা নুরুল হাসান আযাদ যুক্তিবাদী। তিনি আলোচনায় বলেন অলি আল্লাহ দের নিরলস প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশের গ্রাম গঞ্জে ইসলামের সু মহান দাওয়াত পৌছেছে। তাই আমাদের সকলের উচিত অলি আল্লাহর শান মান বজায় রেখে আল্লাহ রসুলের বিশুদ্ধ তরিকা প্রচার করা।
এতে সভাপতিত্ব করেন আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্টের ভাইস চেয়ারম্যান জনাব আব্দুল আলম ফকির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ডঃ রেজাউল করিম, অফিস সম্পাদক রহমত উল্লাহ ফকির, সদস্য আলী হোছন ফকির, হামিদুর হক, আবুল কালাম, জসিম উদ্দিন,জিয়াউর রহমান জিয়া প্রমুখ।
উক্ত দোয়াও মিলাদ মাহফিলে আরো আলোচনা করেন মাওলানা হাফেজ আব্দু সালাম ইছাপুরী,মাওলানা মুজিবুর হক,হাফেজ মোঃ ছাদেক।
দোয়া ও মিলাদ মাহফিল শেষে উখিয়া সদর স্টেশনে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের মাঝে তবরোক বিতরণ করা হয়।