মোঃ শহিদ ,
ঈদ উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় পর্যায়ের ছয়জন শীর্ষ নেতা উখিয়ার ইনানীতে অবস্থান করছেন। শনিবার দুপুরে তারা ইনানীর একটি অভিজাত ফাইভস্টার হোটেলের এসএস-৩ ব্লকের দুটি কক্ষে অবস্থান নেন। সফরকাল দুই দিন।
সূত্র জানায়, সফরটি ব্যক্তিগত ও ভ্রমণকেন্দ্রিক হলেও দলীয় কৌশল ও রাজনৈতিক পরিকল্পনা নিয়ে গোপন বৈঠকের সম্ভাবনা রয়েছে।
সফররত কেন্দ্রীয় নেতারা হলেন:
হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, ডা. তাসনিম জারা, নাসির উদ্দিন পাটোয়ারী, সামান্তা শারমিন ও নাহিদা সারোয়ার নিভা।
স্থানীয় প্রশাসন জানায়, নেতাদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তারা রোববার সকাল ১১টায় হোটেল ত্যাগ করবেন বলে জানা গেছে।