নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-২ ওয়েস্টে এক হৃদয়বিদারক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পারিবারিক কলহের জেরে ছৈয়দ আলম (২৭) নামের এক রোহিঙ্গা যুবক তার স্ত্রী আয়েশা খাতুন (২৫) কে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছে।
বুধবার (১১ জুন) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে ক্যাম্প-২ ওয়েস্টের ব্লক-ডি/১২ নম্বর এলাকায়। নিহত আয়েশা খাতুন ও তার স্বামী ছৈয়দ আলম উক্ত ক্যাম্পে বসবাস করতেন। ছৈয়দ আলম আন্তর্জাতিক এনজিও সংস্থা Acted-এ কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বুধবার রাতে কথাকাটাকাটির একপর্যায়ে ছৈয়দ আলম ধারালো ছুরি দিয়ে স্ত্রী আয়েশার গলা কেটে দেয় এবং সঙ্গে সঙ্গে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে উখিয়া থানা পুলিশ ও ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও জব্দ করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন বলেন, “পারিবারিক কলহের জেরে রোহিঙ্গা নাগরিক ছৈয়দ আলম তার স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। ঘটনার পরপরই অভিযুক্ত পালিয়ে যায়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং দ্রুতই তাকে আইনের আওতায় আনা হবে।”এ ঘটনায় উখিয়া থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।