1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ চারজন আটক করেছে উখিয়া থানা পুলিশ সফল জনপ্রতিনিধি নুরুল আলম সওদাগর বালুখালী বাসীর আস্থা ও ভরসার ঠিকানা বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উজ্জ্বল উখিয়ার তিন প্রতিভাবান শিক্ষার্থী কক্সবাজারে যুবলীগ নেত্রী সেফালীর প্রভাবশালী দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ পালংখালী ইউনিয়ন শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন কক্সবাজার জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিকু বড়ুয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন তৈয়বা উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার , রয়েছে ধরাছোঁয়ার বাইরে

উখিয়া উপজেলা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

 

উখিয়ায় জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত।

হেলাল উদ্দিন উখিয়া:

মহান স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কক্সবাজারের উখিয়ায় উপজেলা যুবদলের আয়োজনে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) বিকাল ৩টায় উখিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ কর্মসূচি পালিত হয়েছে ।

উপজেলা যুবদলের সদস্য সচিব খাইরুল আমিনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক রিদুয়ানুর রহমান বাপ্পির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় জাতীয়তাবাদী দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব সরওয়ার জাহান চৌধুরী শহীদ জিয়ার স্মৃতিচারণ করে বলেন,জিয়া শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি ছিলেন স্বাধীন বাংলাদেশের অন্যতম রূপকার, একজন দেশপ্রেমিক নেতা। তার আপোষহীন নেতৃত্বে দেশের জনগণ এক নতুন আশার দিগন্ত দেখেছিল। দলের নেতা কর্মী ও যুবসমাজকে তার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে উখিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব সোলতান মাহমুদ চৌধুরী বলেন, জিয়াউর রহমানের অবদান কোনোদিন ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না। স্বৈরাচার শেখ হাসিনা অনেক চেষ্টা করেছিল তার অবদান তো স্বীকার ইতিহাস থেকে মুছে পেলার কিন্তু সফল হতে পারেনি। দেশের মানুষের কাছে তার কৃতিত্ব, সততা ও জাতীয়তাবাদী দর্শন আজও  অনুপ্রেরণার উৎস হয়ে আছে। তাই শহীদ জিয়ার দেখানো পথ ও আদর্শ অনুসরণ করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের পথ চলার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও মৎস্যজীবী দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা। আলোচনায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনী, রাজনৈতিক দূরদর্শিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ – জাতির কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।

উপস্থিত নেতাকর্মীদের মাঝে ছিলো গভীর শ্রদ্ধাবোধ, রাজনৈতিক সচেতনতা এবং শহীদ রাষ্ট্রপতির প্রতি অকুণ্ঠ ভালোবাসা। এ অনুষ্ঠানকে ঘিরে উখিয়ায় বিএনপি ও অঙ্গ সংগঠনের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট