1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ চারজন আটক করেছে উখিয়া থানা পুলিশ সফল জনপ্রতিনিধি নুরুল আলম সওদাগর বালুখালী বাসীর আস্থা ও ভরসার ঠিকানা বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উজ্জ্বল উখিয়ার তিন প্রতিভাবান শিক্ষার্থী কক্সবাজারে যুবলীগ নেত্রী সেফালীর প্রভাবশালী দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ পালংখালী ইউনিয়ন শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন কক্সবাজার জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিকু বড়ুয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন তৈয়বা উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার , রয়েছে ধরাছোঁয়ার বাইরে

উখিয়া বিজিবির অভিযানে এক লাখ পিস ইয়াবা উদ্ধার, মাদক কারবারি আটক

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের টেকনাফ সীমান্ত রক্ষা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে এক লাখ পিস বর্মিজ ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (২৭ মে) দিবাগত রাত ১১টা ২০ মিনিটের দিকে টেকনাফ-উখিয়া সড়কের হোয়াইক্যং চেকপোস্ট এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়। আটককৃত ব্যক্তি হলেন, মো. ইকরাম (২৯)। তিনি হ্নীলা ইউনিয়নের দক্ষিণ হ্নীলা গ্রামের বাসিন্দা রবিউল হোছেন এবং আয়েশা খাতুনের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধীনস্থ হোয়াইক্যং বিওপির একটি বিশেষ টহলদল চেকপোস্টে অবস্থান নেয়। এ সময় উখিয়া থেকে টেকনাফগামী একটি মোটরসাইকেল আসলে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেয়। কিন্তু চালক সংকেত অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। তখন বিজিবি সদস্যরা বাঁশ দিয়ে আঘাত করলে সে মোটরসাইকেলসহ পড়ে যায় এবং তাকে তাৎক্ষণিক আটক করা হয়।

পরে তার কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে বিশেষভাবে প্যাঁচানো অবস্থায় ১,০০,০০০ (এক লাখ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

বিষয়টি সত্যতা নিশ্চিত করে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন, পিএসসি বলেন, হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি কালে ১ লাখ ইয়াবাসহ এক মাদক কারবারি আটক করা হয়েছে। তিনি বলেন “বিজিবি নিয়মিতভাবে সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। আমাদের লক্ষ্য দেশের যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করা। বিজিবি সদস্যরা সর্বদা প্রস্তুত রয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আটককৃত ইকরাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে, উদ্ধারকৃত ইয়াবাগুলো সে টাকার বিনিময়ে পাচারের উদ্দেশ্যে বহন করছিল।
ঘটনার পর আটক আসামি, জব্দকৃত ইয়াবা ও মোটরসাইকেলসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট