1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ চারজন আটক করেছে উখিয়া থানা পুলিশ সফল জনপ্রতিনিধি নুরুল আলম সওদাগর বালুখালী বাসীর আস্থা ও ভরসার ঠিকানা বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উজ্জ্বল উখিয়ার তিন প্রতিভাবান শিক্ষার্থী কক্সবাজারে যুবলীগ নেত্রী সেফালীর প্রভাবশালী দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ পালংখালী ইউনিয়ন শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন কক্সবাজার জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিকু বড়ুয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন তৈয়বা উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার , রয়েছে ধরাছোঁয়ার বাইরে

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের উখিয়াস্থ রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পসমূহে মানবিক সহায়তা কার্যক্রম ও সাংস্কৃতিক সংরক্ষণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেছেন ইউরোপীয় ইউনিয়নের একটি তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল।

রোববার (২৬ মে) সকালে ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা বিভাগের (ডিজি-ইকো) তত্ত্বাবধানে দিনভর এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মাইক আহার্ন, বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের মানবিক সহায়তা সংস্থার (ডিজি-ইকো) কর্মকর্তা। তার সঙ্গে ছিলেন প্রিয়াঙ্কা শঙ্কর, সাংবাদিক (ব্রাসেলস, বেলজিয়াম) এবং ভ্যালেরিয়া মোনজেল্লি, ফটোসাংবাদিক (ব্যাংকক, থাইল্যান্ড)।

সকাল সাড়ে ১০টায় প্রতিনিধি দলটি উখিয়ায় ক্যাম্প-২ (ওয়েস্ট) এর ডি-৭ ব্লকে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে সংস্থার এক কর্মকর্তা চিকিৎসা সেবা, সুবিধাভোগীদের সংখ্যা ও পরিচালিত কার্যক্রম সম্পর্কে প্রতিনিধি দলকে বিস্তারিত ব্রিফিং প্রদান করেন। সেখানে চিকিৎসা কেন্দ্রের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং সেবা নিতে আসা রোহিঙ্গাদের সাথেও কথা বলেন।

এরপর দুপুরে প্রতিনিধি দলটি ক্যাম্প-১৮ এর এল-১৭ ব্লকে অবস্থিত ‘রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র’ পরিদর্শনে। আইওএম-এর পক্ষ থেকে ম্যাপ ও চিত্র উপস্থাপন করে রোহিঙ্গাদের মিয়ানমারে বসবাসকালীন জীবনযাত্রা, ঐতিহ্য এবং বর্তমান অবস্থান তুলে ধরা হয়। প্রতিনিধি দলটি রোহিঙ্গা সংস্কৃতি সংরক্ষণ, শিল্পকর্ম প্রদর্শনী এবং ঐতিহ্যবাহী গান ও উপস্থাপনা প্রত্যক্ষ করেন। বিশেষভাবে একটি রোহিঙ্গা ভাষার ‘তারানা গান’-এর মাধ্যমে ধান থেকে চাল সংগ্রহের ঐতিহ্য উপস্থাপন তাঁদের দারুণভাবে আকৃষ্ট করে।

পুরো সফরকালীন সময়ে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। বিকেল ২টা ২৫ মিনিটে প্রতিনিধি দলটি উখিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট