1. info@channelukhiya.com : চ্যানেল উখিয়া : চ্যানেল উখিয়া
  2. info@www.channelukhiya.com : চ্যানেল উখিয়া :
শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় অস্ত্র ও ইয়াবাসহ চারজন আটক করেছে উখিয়া থানা পুলিশ সফল জনপ্রতিনিধি নুরুল আলম সওদাগর বালুখালী বাসীর আস্থা ও ভরসার ঠিকানা বিটিভি’র “নতুন কুঁড়ি ২০২৫”-এ উজ্জ্বল উখিয়ার তিন প্রতিভাবান শিক্ষার্থী কক্সবাজারে যুবলীগ নেত্রী সেফালীর প্রভাবশালী দালাল সিন্ডিকেটের দৌরাত্ম্য বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ বালুখালীতে বিএনপি’র গণপ্রচারণায় ধানের শীষ প্রতীকের ভোট প্রার্থনা করে গণসংযোগ পালংখালী ইউনিয়ন শিবিরের সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৫ সম্পন্ন কক্সবাজার জেলা মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মিকু বড়ুয়া প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখা দিলেন তৈয়বা উখিয়ার রোহিঙ্গা আব্দু রহিমের বেপরোয়া ইয়াবা কারবার , রয়েছে ধরাছোঁয়ার বাইরে

ঈদযাত্রায় আঞ্চলিক মহাসড়কে যানজটমুক্ত রাখতে কাজ করছে হাইওয়ে পুলিশ

  • প্রকাশিত: সোমবার, ২৬ মে, ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়া-টেকনাফ আঞ্চলিক মহাসড়কে যানজটমুক্ত পরিবেশ বজায় রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে হাইওয়ে পুলিশ। ইতোমধ্যে রাস্তায় নামানো হয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য, চালু হয়েছে বিশেষ টহল ও চেকপোস্ট ব্যবস্থা।

ঈদের সময় ঘরমুখো মানুষের চাপ, পণ্যবাহী যানবাহনের সংখ্যা বৃদ্ধি এবং পর্যটকদের আগমন—সব মিলিয়ে মহাসড়কে চাপ বেড়ে যায় কয়েকগুণ। এ অবস্থায় দুর্ঘটনা ও যানজট রোধে আগাম ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

শাহপুরী হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “ঈদযাত্রাকে নিরাপদ, নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে আমরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছি। উখিয়া-টেকনাফ মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। প্রতিটি গাড়িচালককে সচেতন করা হচ্ছে, যেন কেউ গতি সীমা অতিক্রম না করে এবং ট্রাফিক আইন মেনে চলে।”

তিনি আরও জানান, উখিয়ার কুতুপালং, কোটবাজার, পালংখালী ও রোহিঙ্গা ক্যাম্পঘেঁষা এলাকাগুলোতে যানজটের আশঙ্কা বেশি থাকে। তাই এসব এলাকায় মোবাইল টিম ও নিয়মিত টহল কার্যক্রম চালানো হচ্ছে। কোনো ধরণের চাঁদাবাজি, অতিরিক্ত ভাড়া আদায় বা শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

হাইওয়ে পুলিশ জানায়, ঈদের আগের তিনদিন এবং ঈদের পরের তিনদিন বিশেষ নিরাপত্তা বলয় কার্যকর থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট