নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে ভেসে এসেছে একটি আঘাতপ্রাপ্ত ডলফিন।
শুক্রবার (২৩ মে) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ সড়কসংলগ্ন ইনানী সৈকতে পর্যটকরা প্রথম ডলফিনটি দেখতে পান।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ডলফিনটির মাথা ও পেটে আঘাতের চিহ্ন ছিল। ঘটনাটি দ্রুত ইনানী ট্যুরিস্ট পুলিশ ও বীচ কর্মীদের নজরে এলে তারা তাৎক্ষণিকভাবে ডলফিনটিকে নিরাপদে পানির ধারে এনে প্রায় এক ঘণ্টার মধ্যেই প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করে। পরে ডলফিনটি সুস্থতা অনুভব হলে তাকে সমুদ্রে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে কক্সবাজার রিজিওন ট্যুরিস্ট পুলিশের (এডিশনাল ডিআইজি) আপেল মাহমুদ জানান, “ডলফিনটির শারীরিক আঘাত গুরুতর ছিল না। আমরা যত দ্রুত সম্ভব চিকিৎসা দিয়ে সেটিকে তার স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে দিয়েছি।” পরে সমুদ্রে অবমুক্ত করা হয়েছে।